প্রত্যাশা ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০.৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পের সময় ও এর পরপরই রাজধানীর সব পাড়া-মহল্লার প্রচুর লোকজন আতঙ্কে রাস্তায় বের হয়ে আসেন। প্রাথমকিভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় বাসাবাড়ি প্রচণ্ড ঝাঁকুনিতে কেঁপেছে বলে এই প্রতিবেদকের পরিবার এবং প্রতিবেশীরা অনুভব করেছেন। ঢাকার বাইরে থেকে অনেকে ফেসবুকে লিখেছেন- সেসব স্থানেও ঘরবাড়ি প্রচণ্ড ঝাঁকুনিতে কেঁপে উঠেছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল বাংলাদেশের নরসিংদী জেলার মাধবদী।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
আমাদের কয়েক জেলার প্রতিনিধি ও সংবাদদাতারা সেসব জেলায় ভূমিকম্পের খবর জানিয়েছেন। গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম রানা জানিয়েছেন, সেখানকার ডেনিম্যাক পোশাক কারখানার শতাধিক শ্রমিক ভূমিকম্পের সময় তড়িঘড়ি করে ভবন থেকে রাস্তায় নেমে আসতে গিয়ে সবাই কমবেশি আহত হন।
এছাড়া খুলনা, যশোর, সাতক্ষীরা, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার. গাইবান্ধা থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। কলকাতায় ১৮ সেকেন্ড ভূমিকম্প অনুভূত হয়েছে।
এদিকে সময় গড়াবার সাথে সাথে রাজধানীসহ বিভিন্নস্থান থেকে ঘরবাড়ি হেলেদুলে পড়া ও ফাটল ধরার খবর পাওয়া যাচ্ছে।
ঢাকার মেরুল বাড্ডার স্কুল শিক্ষক প্রদীপ রায়ের স্ত্রী জয়ন্তী রায় এই প্রতিবেদককে জানিয়েছেন, তারা পশ্চিম মেরুলের ব্র্যাক বিশ্ববিদ্যালয় গলির ৬ তলা যে বিশাল ভবনটিতে বাস করেন, সেটি ফাটল ধরেছে। ভূমিকম্পের সময় প্রচণ্ড ঝাঁকুনিতে কেঁপে ওঠে ভবনটি। সাথে সাথে ভবনের বাসিন্দারা দ্রুতবেগে রাস্তায় বের হয়ে আসেন বলে জানান জয়ন্তী রায়।
সানা/আপ্র/২১/১১/২০২৫



















