ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
মার্চ ফর গাজা

ঢাকার রাস্তায় ট্রাম্প-নেতানিয়াহু, হাতে রক্তের দাগ!

  • আপডেট সময় : ০৯:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা, ট্রাম্প প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা এবং আরব বিশ্বের রাষ্ট্রপ্রধানদের হামলায় নিশ্চুপ থাকার ঘটনা নিয়ে প্রদর্শনী করেছেন কয়েকজন ছাত্র।

শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে এক মিছিলে এমন প্রদর্শনী দেখা যায়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা যায়।

প্রদর্শনীতে দেখা যায়, নেতানিয়াহুর মুখোশ পড়া একজন রক্তের বাটি হাতে নিয়ে হাঁটছেন যার পুরো শরীরে ফিলিস্তিনি মানুষের রক্ত। তার পাশেই ট্রাম্পের মুখোশ পড়া একজন নেতানিয়াহুকে সমর্থন দিয়ে যাচ্ছেন। তারও শরীরজুড়ে রক্তের দাগ। অন্যদিকে আরব নেতারা তাদের দুজনের আশপাশে ঘোরাফেরা করছেন এবং তাদের হাতে চুমু খাচ্ছেন, আনুগত্য প্রকাশ করছেন। তাছাড়া, তাদের ঠিক পেছনেই সাদা কাফনে মোড়ানো অসংখ্য লাশের প্রতিকৃতি রাখা হয় যা নেতানিয়াহু, ট্রাম্প ও তার সহযোগী আরব বিশ্বের নেতারা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। আয়োজনের সাথে থাকা একজন বলেন, আমরা দেখছি ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে যার প্রত্যক্ষ মদদ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। তাছাড়া আরব বিশ্বের রাষ্ট্রপ্রধানরা এসব দেখেও একেবারে নিশ্চুপ। অর্ধ লক্ষাধিক নিরীহ মুসলিমের রক্তেও তাদের ঘুম ভাঙছে না। তাই আমরা এর প্রতিবাদ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করেছি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মার্চ ফর গাজা

ঢাকার রাস্তায় ট্রাম্প-নেতানিয়াহু, হাতে রক্তের দাগ!

আপডেট সময় : ০৯:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা, ট্রাম্প প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা এবং আরব বিশ্বের রাষ্ট্রপ্রধানদের হামলায় নিশ্চুপ থাকার ঘটনা নিয়ে প্রদর্শনী করেছেন কয়েকজন ছাত্র।

শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে এক মিছিলে এমন প্রদর্শনী দেখা যায়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা যায়।

প্রদর্শনীতে দেখা যায়, নেতানিয়াহুর মুখোশ পড়া একজন রক্তের বাটি হাতে নিয়ে হাঁটছেন যার পুরো শরীরে ফিলিস্তিনি মানুষের রক্ত। তার পাশেই ট্রাম্পের মুখোশ পড়া একজন নেতানিয়াহুকে সমর্থন দিয়ে যাচ্ছেন। তারও শরীরজুড়ে রক্তের দাগ। অন্যদিকে আরব নেতারা তাদের দুজনের আশপাশে ঘোরাফেরা করছেন এবং তাদের হাতে চুমু খাচ্ছেন, আনুগত্য প্রকাশ করছেন। তাছাড়া, তাদের ঠিক পেছনেই সাদা কাফনে মোড়ানো অসংখ্য লাশের প্রতিকৃতি রাখা হয় যা নেতানিয়াহু, ট্রাম্প ও তার সহযোগী আরব বিশ্বের নেতারা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। আয়োজনের সাথে থাকা একজন বলেন, আমরা দেখছি ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে যার প্রত্যক্ষ মদদ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। তাছাড়া আরব বিশ্বের রাষ্ট্রপ্রধানরা এসব দেখেও একেবারে নিশ্চুপ। অর্ধ লক্ষাধিক নিরীহ মুসলিমের রক্তেও তাদের ঘুম ভাঙছে না। তাই আমরা এর প্রতিবাদ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করেছি।