নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশে বিভিন্ন থানায় কর্মরত ১৮ পুলিশ পরিদর্শককে অদল-বদল করা হয়েছে। গতকাল বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
উইমেন সাপোর্ট সেন্টারের তাসলিমা আক্তারকে চকবাজার থানায় পাঠানো হয়েছে। কলাবাগান থানা থেকে ঠাকুর দাস মালোকে পাঠানো হয়েছে শাহজাহানপুর থানায়। গে-ারিয়া থানার রাসেল হোসেন বদলি হয়েছেন মতিঝিল থানায়।
শ্যামপুর থানা থেকে জামাল হোসেনকে দারুস সালাম থানায় পাঠানো হয়েছে। শাহজাহানপুর থানার জাহাঙ্গীর আলম বদলি হয়েছেন শেরেবাংলা নগর থানায়। শেরেবাংলা নগর থানার আবুল হাসানাত খন্দকারকে ভাষানটেক থানায়, ডেমরা থানার মো. নূর আলম সিদ্দিকীকে গে-ারিয়া থানায় পাঠানো হয়েছে। মতিঝিল থানা থেকে রফিকুল ইসলামকে মিরপুর থানায়, পল্লবী থানা থেকে মো. ইয়ামিন কবিরকে যাত্রাবাড়ী থানায় বদলি করা হয়েছে। শেরে বাংলা নগর থানার মুহাম্মদ আবুল কালাম আজাদকে ঢাকা মহানগর কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে পাঠানো হয়েছে। ভাষানটেক থানার শফিকুল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে। মিরপুর থানার পরিদর্শক তদন্ত সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেনকে পাঠানো হয়েছে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগে। গোয়েন্দা বিভাগের লালবাগ বিভাগে বদলি করা হয়েছে মোহাম্মদপুর থানার আবদুল আলীমকে। যাত্রাবাড়ী থানার শাহীনুর রহমানকে ঢাকা মহানগর সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। বংশাল থানার আবুল কালাম ভূঁঞাকে পাঠানো হয়েছে মোহাম্মদপুর থানায়। ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে কর্মরত মো. আজিজ আহমেদকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে এবং মো. আনোয়ারুল ইসলামকে গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগে বদলি করা হয়েছে। গে-ারিয়া থানার শেখ আমিনুল ইসলামকে সিটি এ্যাডমিন লজিস্টিকস বিভাগে পাঠানো হয়েছে।
ঢাকার বিভিন্ন থানার ১৮ পুলিশ পরিদর্শককে বদলি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ