ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ঢাকার ওয়ারীতে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : ০৬:০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারীর হেয়ার স্ট্রিট রোডের জমজম টাওয়ারের পঞ্চম তলার একটি বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মো. মুঈদ (৩৫) ও তার স্ত্রী আইরিন আক্তার (৩২)।

শনিবার (১৯ এপ্রিল) রাতে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মো.মুঈদ কুমিল্লার তিতাস উপজেলার আড়াই কান্দি গ্রামের মো. মুসার ছেলে এবং স্ত্রী আইরিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াজি বাড়ির জয়নাল আবেদীনের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ। তিনি জানান, ওয়ারীর হেয়ার স্ট্রিট রোডের পঞ্চম তলায় ভাড়া থাকেন মুঈদ ও আইরিন দম্পতি। গতকাল রাতে ওই বাসার মালিক মুঈদকে অনেকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন না। তিনি তার কাছে কয়েক মাসের বাসা ভাড়া পান। পরে সরাসরি বাসায় গিয়ে অনেকবার ডাকাডাকি করলেও তারা দরজা না খোলায় পরে তারা থানায় এসে আমাদের জানায়। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে খাটের ওপরে স্বামী স্ত্রীর মরদেহ পড়ে আছে। পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, ২০১০ সালে তারা ভালোবেসে দুজনে বিয়ে করে। এরপর পরিবার তাদের দুজনকে মেনে নেয়নি এবং পরিবারের সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ ছিল না। মুঈদ ক্যান্সারে আক্রান্ত ছিল। সে আগে একটি খেলনা বেচাকেনার ব্যাবসা করত। পরবর্তীতে অসুস্থ হয়ে যাওয়ার পরে সে আর ব্যাবসা-বাণিজ্য করতে পারে না। অসুস্থজনিত কারণে মুঈদ মারা যায় এরপর হয়ত তার স্ত্রী স্ট্রোক বা অন্য কোনো কারণে মারা যায়। মুঈদের শরীরের পচন ধরা শুরু করেছিল। তার স্ত্রী আইরিনের শরীরে এখনো পচন ধরেনি। ময়নাতদন্তে রিপোর্ট পেলে তাদের দুইজনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন ছাড়া সরকার দীর্ঘদিন মানে ফ্যাসিবাদের জন্ম: আব্দুস সালাম

ঢাকার ওয়ারীতে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারীর হেয়ার স্ট্রিট রোডের জমজম টাওয়ারের পঞ্চম তলার একটি বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মো. মুঈদ (৩৫) ও তার স্ত্রী আইরিন আক্তার (৩২)।

শনিবার (১৯ এপ্রিল) রাতে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মো.মুঈদ কুমিল্লার তিতাস উপজেলার আড়াই কান্দি গ্রামের মো. মুসার ছেলে এবং স্ত্রী আইরিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াজি বাড়ির জয়নাল আবেদীনের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ। তিনি জানান, ওয়ারীর হেয়ার স্ট্রিট রোডের পঞ্চম তলায় ভাড়া থাকেন মুঈদ ও আইরিন দম্পতি। গতকাল রাতে ওই বাসার মালিক মুঈদকে অনেকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন না। তিনি তার কাছে কয়েক মাসের বাসা ভাড়া পান। পরে সরাসরি বাসায় গিয়ে অনেকবার ডাকাডাকি করলেও তারা দরজা না খোলায় পরে তারা থানায় এসে আমাদের জানায়। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে খাটের ওপরে স্বামী স্ত্রীর মরদেহ পড়ে আছে। পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, ২০১০ সালে তারা ভালোবেসে দুজনে বিয়ে করে। এরপর পরিবার তাদের দুজনকে মেনে নেয়নি এবং পরিবারের সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ ছিল না। মুঈদ ক্যান্সারে আক্রান্ত ছিল। সে আগে একটি খেলনা বেচাকেনার ব্যাবসা করত। পরবর্তীতে অসুস্থ হয়ে যাওয়ার পরে সে আর ব্যাবসা-বাণিজ্য করতে পারে না। অসুস্থজনিত কারণে মুঈদ মারা যায় এরপর হয়ত তার স্ত্রী স্ট্রোক বা অন্য কোনো কারণে মারা যায়। মুঈদের শরীরের পচন ধরা শুরু করেছিল। তার স্ত্রী আইরিনের শরীরে এখনো পচন ধরেনি। ময়নাতদন্তে রিপোর্ট পেলে তাদের দুইজনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।