ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
ঢাকায় ১১ দিনে বিএনপির ১৬৯৬ নেতাকর্মী গ্রেফতার

ঢাকায় ১১ দিনে বিএনপির ১৬৯৬ নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট সময় : ০২:৩৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর সহিংসতার ঘটনায় ৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে ঢাকায় বিএনপির এক হাজার ৬৯৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ১১ দিনে মামলা হয়েছে ১১৭টি।
গতকাল বুধবার (৮ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি। তিনি জানান, রাজধানীতে গত ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন, ৬ নভেম্বর ৮২ এবং সর্বশেষ গতকাল ৭ নভেম্বর ৬০ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। মোট ১১ দিনে গ্রেফতারের সংখ্যা এক হাজার ৬৯৬ জন। গত ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত রমনা বিভাগে মামলা হয়েছে ১২টি, লালবাগে ৮টি, মতিঝিলে ৩৬টি, ওয়ারীতে ১৭টি, তেজগাঁওয়ে ৬টি, মিরপুরে ২১টি, গুলশানে ১৩টি এবং উত্তরা বিভাগে মামলা হয়েছে ৪টি।
পুলিশ হত্যা মামলায় খসরু ও স্বপনের জামিন আবেদনের শুনানি ২৯ নভেম্বর: পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজকে হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের জামিন চেয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছে।
গতকাল বুধবার আবেদন পাওয়ার পর বিচারক মো. আছাদুজ্জামান শুনানির জন্য আগামী ২৯ নভেম্বর দিন ঠিক করে দিয়েছেন। আদালতের পেশকার ফয়েজ আলম ও রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল এ তথ্য জানান। এর আগে গত ৩ নভেম্বর আমীর খসরু ও স্বপনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছিল। সেদিন জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে পেতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. তরীকুল ইসলাম। সেদিন শুনানি শেষে আদালত আমীর খসরু ও স্বপনকে ছয় দিনের রিমান্ডে পাঠায়।
তিন মামলায় বিএনপির ২২ নেতাকর্মীর দ-: নাশকতার অভিযোগে ১০ বছর আগে রাজধানী মিরপুর থানায় দায়ের করা পৃথক তিন মামলায় বিএনপির ২২ নেতাকর্মীকে তিন বছর করে সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। এর পাশাপাশি ৫ হাজার টাকা করে অর্থদ-, অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন আদালত।
গতকাল বুধবার (৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। এক মামলায় দ-িত ৮ আসামি হলেনÑসাইফুল ইসলাম, বিজয়, মামুন হাসান, হুমায়ন কবীর রওশন, হেলাল মাতুব্বর, হুমায়ন কবীর, রাশেদ ইমাম স্বাধীন ও খলিলুর রহমান। অপর মামলায় দ-িত ৬ আসামি হলেনÑএস এম সগির, বশির, সেলিম, শামীম মোল্লা, মামুন হাসান ও মঙ্গল।
আরেক মামলায় দ-িত ৮ আসামি হলেনÑবিল্লাল হোসেন, কামাল হোসেন, এস এম আশরাফুর রহমান আশরাফ, মনোয়ার হোসেন, আমিন পাটোয়ারী, মফিজুল ইসলাম নয়ন, মানিক ও খোকন। রায় ঘোষণার সময় কোনো আসামিই আদালতে হাজির ছিলেন না। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ২০১৩ সালে মিরপুর এলাকায় নাশকতার অভিযোগে মামলা তিনটি দায়ের করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জহুরুল আহসান।
বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রিন্স কারাগারে: নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার (৮ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর ফরহাদ মাতুব্বর আসামিকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহা দিবা ছন্দার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৫ নভেম্বর এমরান সালেহ প্রিন্সের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পল্টন মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে ডিবি পরিচয়ে কয়েকজন এমরান সালেহ প্রিন্সকে নিয়ে যায় বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। মামলায় অভিযোগ করা হয়, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে বিএনপি মহাসমাবেশ হঠাৎ বন্ধ হলে শান্তিনগর মোড় এবং ফকিরাপুল মোড় হয়ে হাজার হাজার লোক যাওয়ার সময় বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। তখন এজাহারনামীয় আসামিরা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ৪০০-৫০০ নেতাকর্মী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও আব্দুস সালামদের উস্কানিতে ও প্রত্যক্ষ নির্দেশনায় পল্টন মডেল থানাধীন পুলিশ ক্যান্টিনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর এবং তা-ব চালায়। পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এএসআই এরশাদুল হককে আহত করে তার পিস্তল ছিনিয়ে নেয় আসামিরা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঢাকায় ১১ দিনে বিএনপির ১৬৯৬ নেতাকর্মী গ্রেফতার

ঢাকায় ১১ দিনে বিএনপির ১৬৯৬ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় : ০২:৩৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর সহিংসতার ঘটনায় ৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে ঢাকায় বিএনপির এক হাজার ৬৯৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ১১ দিনে মামলা হয়েছে ১১৭টি।
গতকাল বুধবার (৮ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি। তিনি জানান, রাজধানীতে গত ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন, ৬ নভেম্বর ৮২ এবং সর্বশেষ গতকাল ৭ নভেম্বর ৬০ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। মোট ১১ দিনে গ্রেফতারের সংখ্যা এক হাজার ৬৯৬ জন। গত ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত রমনা বিভাগে মামলা হয়েছে ১২টি, লালবাগে ৮টি, মতিঝিলে ৩৬টি, ওয়ারীতে ১৭টি, তেজগাঁওয়ে ৬টি, মিরপুরে ২১টি, গুলশানে ১৩টি এবং উত্তরা বিভাগে মামলা হয়েছে ৪টি।
পুলিশ হত্যা মামলায় খসরু ও স্বপনের জামিন আবেদনের শুনানি ২৯ নভেম্বর: পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজকে হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের জামিন চেয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছে।
গতকাল বুধবার আবেদন পাওয়ার পর বিচারক মো. আছাদুজ্জামান শুনানির জন্য আগামী ২৯ নভেম্বর দিন ঠিক করে দিয়েছেন। আদালতের পেশকার ফয়েজ আলম ও রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল এ তথ্য জানান। এর আগে গত ৩ নভেম্বর আমীর খসরু ও স্বপনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছিল। সেদিন জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে পেতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. তরীকুল ইসলাম। সেদিন শুনানি শেষে আদালত আমীর খসরু ও স্বপনকে ছয় দিনের রিমান্ডে পাঠায়।
তিন মামলায় বিএনপির ২২ নেতাকর্মীর দ-: নাশকতার অভিযোগে ১০ বছর আগে রাজধানী মিরপুর থানায় দায়ের করা পৃথক তিন মামলায় বিএনপির ২২ নেতাকর্মীকে তিন বছর করে সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। এর পাশাপাশি ৫ হাজার টাকা করে অর্থদ-, অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন আদালত।
গতকাল বুধবার (৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। এক মামলায় দ-িত ৮ আসামি হলেনÑসাইফুল ইসলাম, বিজয়, মামুন হাসান, হুমায়ন কবীর রওশন, হেলাল মাতুব্বর, হুমায়ন কবীর, রাশেদ ইমাম স্বাধীন ও খলিলুর রহমান। অপর মামলায় দ-িত ৬ আসামি হলেনÑএস এম সগির, বশির, সেলিম, শামীম মোল্লা, মামুন হাসান ও মঙ্গল।
আরেক মামলায় দ-িত ৮ আসামি হলেনÑবিল্লাল হোসেন, কামাল হোসেন, এস এম আশরাফুর রহমান আশরাফ, মনোয়ার হোসেন, আমিন পাটোয়ারী, মফিজুল ইসলাম নয়ন, মানিক ও খোকন। রায় ঘোষণার সময় কোনো আসামিই আদালতে হাজির ছিলেন না। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ২০১৩ সালে মিরপুর এলাকায় নাশকতার অভিযোগে মামলা তিনটি দায়ের করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জহুরুল আহসান।
বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রিন্স কারাগারে: নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার (৮ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর ফরহাদ মাতুব্বর আসামিকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহা দিবা ছন্দার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৫ নভেম্বর এমরান সালেহ প্রিন্সের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পল্টন মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে ডিবি পরিচয়ে কয়েকজন এমরান সালেহ প্রিন্সকে নিয়ে যায় বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। মামলায় অভিযোগ করা হয়, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে বিএনপি মহাসমাবেশ হঠাৎ বন্ধ হলে শান্তিনগর মোড় এবং ফকিরাপুল মোড় হয়ে হাজার হাজার লোক যাওয়ার সময় বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। তখন এজাহারনামীয় আসামিরা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ৪০০-৫০০ নেতাকর্মী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও আব্দুস সালামদের উস্কানিতে ও প্রত্যক্ষ নির্দেশনায় পল্টন মডেল থানাধীন পুলিশ ক্যান্টিনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর এবং তা-ব চালায়। পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এএসআই এরশাদুল হককে আহত করে তার পিস্তল ছিনিয়ে নেয় আসামিরা।