ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার হঠাৎ ছুটিতে

  • আপডেট সময় : ০৮:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। ছবি হাই কমিশনের ফেসবুক থেকে নেওয়া

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করে অন্তত দুই সপ্তাহের ছুটিতে দেশে গেছেন ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

রোববার (১২ মে) সকালে তার ঢাকা ত্যাগের কথা ওইদিনই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল ঢাকায় পাকিস্তানের হাই কমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, প্রটোকল অনুযায়ী কোনো রাষ্ট্রদূত ছুটিতে গেলে এবং তার জায়গায় কে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন, তা স্বাগতিক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হয়।

এক কর্মকর্তা বলেন, আহমেদ মারুফের পাকিস্তান যাওয়ার চিঠিতে ব্যক্তিগত প্রয়োজনে ঢাকা ছাড়ার কথা উল্লেখ রয়েছে। তিনি কবে ফেরত আসবেন তা চিঠিতে বলা হয়নি। পরে মৌখিকভাবে জানতে চাইলে হাই কমিশন থেকে দুই সপ্তাহের কথা বলা হয়েছে।

এ বিষয়ে ঢাকায় পাকিস্তান হাই কমিশনের মুখপাত্র ফাসিউল্লাহ বলেন, সৈয়দ আহমেদ মারুফ ‘দাপ্তরিক প্রয়োজনে’ পাকিস্তান গিয়েছেন। তার ছুটিতে থাকার এই সময়ে ভারপ্রাপ্ত হাই কমিশনারের দায়িত্ব পালন করবেন উপ-হাই কমিশনার মুহাম্মদ আসিফ।

হঠাৎ করে পাকিস্তানের হাই কমিশনারের ছুটিতে যাওয়া নিয়ে নানা গুঞ্জন রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার থেকে নানা গুঞ্জন ও আলোচনা চলছে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে আহমেদ মারুফ বাংলাদেশে দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার হঠাৎ ছুটিতে

আপডেট সময় : ০৮:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করে অন্তত দুই সপ্তাহের ছুটিতে দেশে গেছেন ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

রোববার (১২ মে) সকালে তার ঢাকা ত্যাগের কথা ওইদিনই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল ঢাকায় পাকিস্তানের হাই কমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, প্রটোকল অনুযায়ী কোনো রাষ্ট্রদূত ছুটিতে গেলে এবং তার জায়গায় কে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন, তা স্বাগতিক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হয়।

এক কর্মকর্তা বলেন, আহমেদ মারুফের পাকিস্তান যাওয়ার চিঠিতে ব্যক্তিগত প্রয়োজনে ঢাকা ছাড়ার কথা উল্লেখ রয়েছে। তিনি কবে ফেরত আসবেন তা চিঠিতে বলা হয়নি। পরে মৌখিকভাবে জানতে চাইলে হাই কমিশন থেকে দুই সপ্তাহের কথা বলা হয়েছে।

এ বিষয়ে ঢাকায় পাকিস্তান হাই কমিশনের মুখপাত্র ফাসিউল্লাহ বলেন, সৈয়দ আহমেদ মারুফ ‘দাপ্তরিক প্রয়োজনে’ পাকিস্তান গিয়েছেন। তার ছুটিতে থাকার এই সময়ে ভারপ্রাপ্ত হাই কমিশনারের দায়িত্ব পালন করবেন উপ-হাই কমিশনার মুহাম্মদ আসিফ।

হঠাৎ করে পাকিস্তানের হাই কমিশনারের ছুটিতে যাওয়া নিয়ে নানা গুঞ্জন রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার থেকে নানা গুঞ্জন ও আলোচনা চলছে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে আহমেদ মারুফ বাংলাদেশে দায়িত্ব পালন করছেন।