বিনোদন ডেস্ক: বাংলাদেশের শ্রোতারও মুগ্ধ ভারতের গায়ক লাকি আলির গানে। মানুষের মুখে ফেরে ‘ও সনম’ গানটি। বলিউডের একাধিক সিনেমাতে দেখা গিয়েছে লাকি আলিকে। এই গায়কের রয়েছে একাধিক অ্যালবামও। দেশের শ্রোতাদের জন্য সুখবর হলো- ঢাকায় গাইতে আসছেন তিনি। ‘ও সনম’, ‘গোরি তেরি আঁখে কাহে’ গানের মূর্ছনাতে মাতবে শ্রোতারা। সব কিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর আসছেন বলিউডের এই গায়ক। তার সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেবেন শায়ান চৌধুরী অর্ণব ও পাকিস্তানের হাসান রাহিম। অনুষ্ঠানের আয়জক ‘বাই হিয়ার নাউ’। তারা আয়োজন করেছে ‘লিডিং দ্য টাইমস: পাইয়োয়িারস অ্যাক্রোস জেনারশেনস’ শিরোনামের কনসার্ট। আয়োজকরা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি অনুষ্ঠানের স্থান, সময় এবং টিকিটের দাম জানানো হবে। আর কবে এবং কীভাবে এই অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে তাও জানিয়ে দেওয়া হবে শিগগিরই।
ঢাকায় গাইবেন লাকি আলি ও হাসান রাহিম, থাকছেন অর্ণব
জনপ্রিয় সংবাদ


























