ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় এসে পুলিশ সাজলেন কৌশানী

  • আপডেট সময় : ০২:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: গতকাল ঢাকায় এসেছেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা কৌশানী মুখার্জি। ঢাকায় এসেই পুলিশ সাজলেন এই অভিনেত্রী। তবে সবকিছু করছেন ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার জন্য। কারণ সিনেমাটিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে এক ফ্লাইটে ঢাকায় পৌঁছান কৌশানী। সেখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। এরপর একটি পাঁচতারকা হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে বিকালে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ে অংশ নেন কৌশানী। গত বছর ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় যুক্ত হন মাহিয়া মাহি। শুটিংয়ের প্রথম দিন একটি দৃশ্যে অভিনয়ও করেন। একদিন পর ফের কাজ শুরু করার কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি। কেননা এরই মধ্যে মাহি জানতে পারেন, সিনেমাটিত পরীমণির অভিনয় করার কথা ছিল। তাকে না পেয়ে মাহিকে নেওয়া হয়েছে। বিষয়টি আত্মসম্মানে আঘাত করায় সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেন এই নায়িকা। প্রসঙ্গত, ‘ডার্ক ওয়ার্ল্ড’ থ্রিলার ঘরানার একটি সিনেমা। এতে মাহির চরিত্র ছিল পুলিশ অফিসারের। সেই চরিত্রে দেখা যাবে কৌশানীকে। সিনেমাটিত আরো অভিনয় করছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানু প্রমুখ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাকায় এসে পুলিশ সাজলেন কৌশানী

আপডেট সময় : ০২:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: গতকাল ঢাকায় এসেছেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা কৌশানী মুখার্জি। ঢাকায় এসেই পুলিশ সাজলেন এই অভিনেত্রী। তবে সবকিছু করছেন ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার জন্য। কারণ সিনেমাটিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে এক ফ্লাইটে ঢাকায় পৌঁছান কৌশানী। সেখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। এরপর একটি পাঁচতারকা হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে বিকালে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ে অংশ নেন কৌশানী। গত বছর ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় যুক্ত হন মাহিয়া মাহি। শুটিংয়ের প্রথম দিন একটি দৃশ্যে অভিনয়ও করেন। একদিন পর ফের কাজ শুরু করার কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি। কেননা এরই মধ্যে মাহি জানতে পারেন, সিনেমাটিত পরীমণির অভিনয় করার কথা ছিল। তাকে না পেয়ে মাহিকে নেওয়া হয়েছে। বিষয়টি আত্মসম্মানে আঘাত করায় সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেন এই নায়িকা। প্রসঙ্গত, ‘ডার্ক ওয়ার্ল্ড’ থ্রিলার ঘরানার একটি সিনেমা। এতে মাহির চরিত্র ছিল পুলিশ অফিসারের। সেই চরিত্রে দেখা যাবে কৌশানীকে। সিনেমাটিত আরো অভিনয় করছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানু প্রমুখ।