প্রশ্ন সহজিয়া : সে আকাশ কেমন আকাশ; নিকষ কালো মেঘ জমে রয়!
যুগের পরে যুগ চলে যায়; হয় না অরুণ সূর্য উদয়।
সে প্রিতম কেমন প্রিতম; নিত্য যে রয় আত্মভোলা!
সে নদী কেমন নদী; যার বুকে নেই ঢেউয়ের দোলা।
সে ফাগুন কেমন ফাগুন; যেই ফাগুনে ফুল ফোটে না!
সে স্বদেশ কেমন স্বদেশ; যেই স্বদেশে ভাত জোটে না।
সে আগুন কেমন আগুন; পোড়ায় কেবল প্রেমীর হৃদয়!
পুড়ে পুড়ে ছাই হলেও আগুন তবু হয় না সদয়।
সে জীবন কেমন জীবন; বন্দি কেবল শ্বাসের খেলায়,
সার্থকতার মুখ না দেখেই হতাশাতে আয়ু ফুরায়!
ড. নেয়ামত ভূঁইয়ার তিনটি কবিতা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ