ক্রীড়া ডেস্ক : নতুন মৌসুম শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে খেলা শেষ প্রীতি ম্যাচে জয় পেল না রিয়াল মাদ্রিদ। সবশেষ প্রীতি ম্যাচে এসি মিলানের সঙ্গে ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। প্রাক-মৌসুম পর্বে অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টে রোববার হওয়া ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ফ্রি ট্রান্সফারে আনুষ্ঠানিকভাবে গত মাসে রিয়ালে যোগ দেওয়া দাভিদ আলাবা এদিনই প্রথম দলটির হয়ে খেলতে নামেন। বল দখলের পাশাপাশি আক্রমণে রিয়াল আধিপত্য করলেও ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো মিলান। কিন্তু ফরাসি ডিফেন্ডার থিও এরনদেঁজের শট পোস্টে বাধা পায়। বিরতির একটু আগে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন গ্যারেথ বেল। ডি-বক্সে তিনি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু ওয়েলস ফরোয়ার্ডের শট রুখে দেন গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে সপ্তম মিনিটে ভাগ্যের ফেরে আরেকটি উল্লেখযোগ্য সুযোগ নষ্ট হয় রিয়ালের। লুকা মদ্রিচের দূর থেকে নেওয়া শট ক্রসবারে লাগে।
প্রাক মৌসুমে গত মাসে স্পেনের দ্বিতীয় সারির লিগে খেলা ফুয়েনলাব্রাদার বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। এরপর টানা তিন ম্যাচ জয়শূন্য থেকে লা লিগা শুরু করতে যাচ্ছে তারা। এর মধ্যে গত মাসের শেষ সপ্তাহে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের বিপক্ষে হেরেছিল ২-১ গোলে।
ড্র দিয়ে শেষ রিয়ালের প্রাক-মৌসুম
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ