ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ড্রয়িং করা মুরগি!

  • আপডেট সময় : ০৯:১৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ১২৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : হঠাৎ দেখলে ভ্রম হবে, কলম দিয়ে ড্রয়িং করা হয়েছে, এখন রঙ করা বাকি। আদতে এটাই এক জাতের মুরগি। জাতের নাম সেব্রাইট। মুরগি যারা শখের বশে পালেন, তাদের কাছে ছোটখাটো সাইজের সেব্রাইটের কদরই আলাদা। রীতিমতো জ্যান্ত শিল্পকর্ম হয়ে ঘুরে বেড়ায় আঙিনায়।
বিভিন্ন জাতের মধ্যে ক্রস করে অনন্য এ জাতের আবিষ্কার করেন স্যার জন সন্ডারস সেব্রাইট (১৭৬৭-১৮৪৬)। তার নামেই মুরগির নাম। ধারণা করা হয় শ’ দুয়েক বছর আগে নানকিন ব্যানটাম প্রজাতির মুরগির সঙ্গে গোল্ড স্প্যাঙ্গল হ্যামবার্গ জাতের মুরগির ক্রস করে এ জাতের উদ্ভাবন করেছিলেন সেব্রাইট।
যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় এ জাতের মুরগির দুটো রঙ আছে—সোনালি ও রুপালি। তবে এর ব্রিড করা মানে সংখ্যা বাড়ানো বেশ কঠিন বলে জানা গেছে।
লেজের দিকেও আছে কালো রঙের চমৎকার সীমারেখা। দেখে মনে হবে, ড্রয়িং তো হলো, এবার বুঝি রঙ করা বাকি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ এই মুহূর্তে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে

ড্রয়িং করা মুরগি!

আপডেট সময় : ০৯:১৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : হঠাৎ দেখলে ভ্রম হবে, কলম দিয়ে ড্রয়িং করা হয়েছে, এখন রঙ করা বাকি। আদতে এটাই এক জাতের মুরগি। জাতের নাম সেব্রাইট। মুরগি যারা শখের বশে পালেন, তাদের কাছে ছোটখাটো সাইজের সেব্রাইটের কদরই আলাদা। রীতিমতো জ্যান্ত শিল্পকর্ম হয়ে ঘুরে বেড়ায় আঙিনায়।
বিভিন্ন জাতের মধ্যে ক্রস করে অনন্য এ জাতের আবিষ্কার করেন স্যার জন সন্ডারস সেব্রাইট (১৭৬৭-১৮৪৬)। তার নামেই মুরগির নাম। ধারণা করা হয় শ’ দুয়েক বছর আগে নানকিন ব্যানটাম প্রজাতির মুরগির সঙ্গে গোল্ড স্প্যাঙ্গল হ্যামবার্গ জাতের মুরগির ক্রস করে এ জাতের উদ্ভাবন করেছিলেন সেব্রাইট।
যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় এ জাতের মুরগির দুটো রঙ আছে—সোনালি ও রুপালি। তবে এর ব্রিড করা মানে সংখ্যা বাড়ানো বেশ কঠিন বলে জানা গেছে।
লেজের দিকেও আছে কালো রঙের চমৎকার সীমারেখা। দেখে মনে হবে, ড্রয়িং তো হলো, এবার বুঝি রঙ করা বাকি।