ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

ড্যাপ নিয়ে কোনো সংকট থাকলে সমাধান করা হবে

  • আপডেট সময় : ০২:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) পরিকল্পিত এলাকায় ফ্লোর এরিয়া রেশিওর (ফার) বিষয়ে কোনো সংকট থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে বলে জানিয়েছেন ড্যাপ রিভিউ মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
গতকাল বুধবার সচিবালয়ে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনের (কাজল) নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাজুল ইসলাম সঙ্গে বৈঠক করেন। এসময় তিনি এ আশ্বাস দেন। যুক্তিসঙ্গত সুপারিশ বিবেচনা করা হবে বলেও জানান মন্ত্রী।

বৈঠকে অংশ নেন রিহ্যাবের সহ-সভাপতি (প্রথম) কামাল মাহমুদ, সহ-সভাপতি (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা ও ড্যাপ প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম।
বৈঠকে রিহ্যাব সভাপতি ফ্লোর এরিয়া রেশিওর কারণে ঢাকার বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে ভবনের উচ্চতা কমাসহ ড্যাপের বিভিন্ন অসংগতির বিষয় তুলে ধরেন। রাজধানী ঢাকার ভবিষ্যৎ বাস্তবতাকে বিবেচনায় নিয়ে ড্যাপ সংশোধনের দাবি জানান তিনি। এ ড্যাপ বাস্তবায়িত হলে রিয়েল এস্টেট সম্পর্কিত লিংকেজ শিল্প, ডেভেলপারসহ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলেও মত প্রকাশ করেন শামসুল আলামিন। রাজউকে অপেক্ষমাণ বিভিন্ন প্রকল্পগুলোর জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা এবং নতুন নিয়ম কার্যকর করার জন্য কমপক্ষে ছয় মাস সময় দেওয়ার জন্য জোর দাবি উত্থাপন করেন। ২১ দিনের মধ্যে নকশা পাস হওয়ার আইন থাকলেও দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে ডেভেলপারসহ সংশ্লিষ্টদের। এটা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত করার দাবি জানান আলমগীর শামসুল আলামিন। ড্যাপে কোনো জটিলতা থাকলে অবশ্যই সংশোধন করা হবে বলে আশ্বাস দেন তাজুল ইসলাম ও ড্যাপের প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড্যাপ নিয়ে কোনো সংকট থাকলে সমাধান করা হবে

আপডেট সময় : ০২:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) পরিকল্পিত এলাকায় ফ্লোর এরিয়া রেশিওর (ফার) বিষয়ে কোনো সংকট থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে বলে জানিয়েছেন ড্যাপ রিভিউ মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
গতকাল বুধবার সচিবালয়ে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনের (কাজল) নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাজুল ইসলাম সঙ্গে বৈঠক করেন। এসময় তিনি এ আশ্বাস দেন। যুক্তিসঙ্গত সুপারিশ বিবেচনা করা হবে বলেও জানান মন্ত্রী।

বৈঠকে অংশ নেন রিহ্যাবের সহ-সভাপতি (প্রথম) কামাল মাহমুদ, সহ-সভাপতি (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা ও ড্যাপ প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম।
বৈঠকে রিহ্যাব সভাপতি ফ্লোর এরিয়া রেশিওর কারণে ঢাকার বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে ভবনের উচ্চতা কমাসহ ড্যাপের বিভিন্ন অসংগতির বিষয় তুলে ধরেন। রাজধানী ঢাকার ভবিষ্যৎ বাস্তবতাকে বিবেচনায় নিয়ে ড্যাপ সংশোধনের দাবি জানান তিনি। এ ড্যাপ বাস্তবায়িত হলে রিয়েল এস্টেট সম্পর্কিত লিংকেজ শিল্প, ডেভেলপারসহ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলেও মত প্রকাশ করেন শামসুল আলামিন। রাজউকে অপেক্ষমাণ বিভিন্ন প্রকল্পগুলোর জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা এবং নতুন নিয়ম কার্যকর করার জন্য কমপক্ষে ছয় মাস সময় দেওয়ার জন্য জোর দাবি উত্থাপন করেন। ২১ দিনের মধ্যে নকশা পাস হওয়ার আইন থাকলেও দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে ডেভেলপারসহ সংশ্লিষ্টদের। এটা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত করার দাবি জানান আলমগীর শামসুল আলামিন। ড্যাপে কোনো জটিলতা থাকলে অবশ্যই সংশোধন করা হবে বলে আশ্বাস দেন তাজুল ইসলাম ও ড্যাপের প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম।