মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুর জেলার কালকিনিতে একটি পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার পুয়ালী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, নিহত যুবকের আনুমানিক বয়স ৪০ বছর। জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের পুয়ালী এলাকার একটি ডোবার মধ্যে লুঙ্গি পরিহিত অর্ধগলিত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ওই যুবকের মরদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ওই অজ্ঞাত যুবককে দুই-তিনদিন আগে হত্যা করে হত্যাকারীরা