পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ডোবার পানি থেকে শাকিল (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (৩ জুলাই) রাতে উপজেলার রাধানগড় ইউনিয়নের শোকের পুল এলাকায় আটোয়ারী-বোদা আঞ্চলিক সড়কের পাশে সেতু সংলগ্ন একটি ডোবার পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত যুবক শাকিলের বাড়ি ইউনিয়নের বড়দাপ এলাকার আজিজুল হকের ছেলে। জানা যায়, বুধবার রাতে উপজেলার রাধানগড় ইউনিয়নের শোকের পুল এলাকায় একটি সেতুর গার্ডারের ওপর বসে ছিলেন শাকিল। পরে হঠাৎ সে ডোবার পানিতে পড়ে গেলে স্থানীয় একজন চিৎকার শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ডুবন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।


























