ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

ডেস্কটপ বাজারের জন্য সর্বোচ্চ গতির প্রসেসর আনল ইনটেল

  • আপডেট সময় : ১১:৫৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : চিপ জায়ান্ট ইনটেল এমন এক ডেস্কটপ প্রসেসর উন্মোচন করেছে, যা ‘ওভারক্লকিং ছাড়াই’ ছয় গিগাহার্টজ পর্যন্ত গতি তুলতে পারে। সিপিইউ’র কার্যক্ষমতা ‘বুস্ট করা’র ক্ষেত্রে ‘ওভারক্লকিং’ শব্দটি ব্যবহৃত হয়। ইনটেলের নতুন প্রসেসরের নাম ‘কোর আই৯-১৩৯০০ কেএস’। দাবি ঠিক হলে এটি ডেস্কটপ বাজারে দ্রুততম প্রসেসর হিসেবে নাম লিখিয়েছে। ইনটেল বলছে, এটি সম্ভব হয়েছে প্রসেসরের ‘থারমাল ভেলোসিটি বুস্ট’ নামের ফিচারের মাধ্যমে, যা চিপকে অপেক্ষাকৃত শীতল অবস্থায় রেখে তুলনামূলক দ্রুতগতিতে পরিচালনার সুযোগ দেয়।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই চিপ ‘আই৯-১৩৯০০ কে’ নামে পরিচিত চিপের আপগ্রেডেড সংস্করণ। ইনটেল এটি উন্মোচন করেছিল গত শরতে। দুই প্রসেসরের মধ্যে মূল পার্থক্য হলো, পুরোনো চিপের সর্বোচ্চ গতি পাঁচ দশমিক আট গিগাহার্টজে পৌঁছালেও এর ভিত্তি ক্ষমতা ছিল একশ ২৫ ওয়াট। ওই তুলনায় নতুন চিপের ক্ষমতা দেড়শ ওয়াট। তবে, পুরোনো চিপের মতোই নতুন চিপে সমান সংখ্যক ২৪টি কোর, ৩৬ মেগাবাইট ক্যাশ ডেটা ও ২০টি ‘পিসিআইই লেন’ রয়েছে। আর নতুন প্রসেসরটি ‘জি৭৯০’ ও ‘জি৬৯০’ দুটো মাদারবোর্ডেই কাজ করবে। তবে, সে ক্ষেত্রে এর ‘বায়োস’ আপডেট করে নিতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট। থার্মাল ভেলোসিটি বুস্ট ইনটেলের ১১শ প্রজন্মের ফিচার, যা বিভিন্ন কোর প্রসেসর ঠা-া অবস্থায় থাকাকালীন তুলনামূলক দ্রুত পরিচালনার সুবিধা দেয়। প্রসেসরের তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকাকালীন ঘড়ির কম্পাংক একশ মেগাহার্টজ পর্যন্ত বাড়িয়ে নেয় এটি। এই প্রসেসরের সেরা ফলাফল পেতে একটি ভালো কুলিং ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দিয়েছে এনগ্যাজেট। ফেব্রুয়ারিতে এএমডি’র বহুল প্রতীক্ষিত ‘রাইজেন ৯ ৭৯৫০এক্স৩ডি’ চিপ আসার আগেই নতুন প্রসেসরটি উন্মোচন করেছে ইনটেল। এএমডি’র আসন্ন প্রসেসরের গতি পাঁচ দশমিক সাত গিগাহার্টজ। এতে আরও আছে একশ ৪৪ মেগাবাইটের ‘৩ডি ভি-ক্যাশ’ প্রযুক্তি, যা সিপিইউ-তে তুলনামূলক বেশি ক্যাশ ডেটা যুক্ত করার সুবিধা দেয়। ইনটেলের নতুন প্রসেসর বাজারে এসেছে বৃহস্পতিবার, ১২ জানুয়ারি থেকে। এর সম্ভাব্য দাম ছয়শ ৯৯ ডলার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-মালয়েশিয়া অংশীদারিত্ব আরো গভীর করার অঙ্গীকার

ডেস্কটপ বাজারের জন্য সর্বোচ্চ গতির প্রসেসর আনল ইনটেল

আপডেট সময় : ১১:৫৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩

প্রযুক্তি ডেস্ক : চিপ জায়ান্ট ইনটেল এমন এক ডেস্কটপ প্রসেসর উন্মোচন করেছে, যা ‘ওভারক্লকিং ছাড়াই’ ছয় গিগাহার্টজ পর্যন্ত গতি তুলতে পারে। সিপিইউ’র কার্যক্ষমতা ‘বুস্ট করা’র ক্ষেত্রে ‘ওভারক্লকিং’ শব্দটি ব্যবহৃত হয়। ইনটেলের নতুন প্রসেসরের নাম ‘কোর আই৯-১৩৯০০ কেএস’। দাবি ঠিক হলে এটি ডেস্কটপ বাজারে দ্রুততম প্রসেসর হিসেবে নাম লিখিয়েছে। ইনটেল বলছে, এটি সম্ভব হয়েছে প্রসেসরের ‘থারমাল ভেলোসিটি বুস্ট’ নামের ফিচারের মাধ্যমে, যা চিপকে অপেক্ষাকৃত শীতল অবস্থায় রেখে তুলনামূলক দ্রুতগতিতে পরিচালনার সুযোগ দেয়।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই চিপ ‘আই৯-১৩৯০০ কে’ নামে পরিচিত চিপের আপগ্রেডেড সংস্করণ। ইনটেল এটি উন্মোচন করেছিল গত শরতে। দুই প্রসেসরের মধ্যে মূল পার্থক্য হলো, পুরোনো চিপের সর্বোচ্চ গতি পাঁচ দশমিক আট গিগাহার্টজে পৌঁছালেও এর ভিত্তি ক্ষমতা ছিল একশ ২৫ ওয়াট। ওই তুলনায় নতুন চিপের ক্ষমতা দেড়শ ওয়াট। তবে, পুরোনো চিপের মতোই নতুন চিপে সমান সংখ্যক ২৪টি কোর, ৩৬ মেগাবাইট ক্যাশ ডেটা ও ২০টি ‘পিসিআইই লেন’ রয়েছে। আর নতুন প্রসেসরটি ‘জি৭৯০’ ও ‘জি৬৯০’ দুটো মাদারবোর্ডেই কাজ করবে। তবে, সে ক্ষেত্রে এর ‘বায়োস’ আপডেট করে নিতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট। থার্মাল ভেলোসিটি বুস্ট ইনটেলের ১১শ প্রজন্মের ফিচার, যা বিভিন্ন কোর প্রসেসর ঠা-া অবস্থায় থাকাকালীন তুলনামূলক দ্রুত পরিচালনার সুবিধা দেয়। প্রসেসরের তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকাকালীন ঘড়ির কম্পাংক একশ মেগাহার্টজ পর্যন্ত বাড়িয়ে নেয় এটি। এই প্রসেসরের সেরা ফলাফল পেতে একটি ভালো কুলিং ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দিয়েছে এনগ্যাজেট। ফেব্রুয়ারিতে এএমডি’র বহুল প্রতীক্ষিত ‘রাইজেন ৯ ৭৯৫০এক্স৩ডি’ চিপ আসার আগেই নতুন প্রসেসরটি উন্মোচন করেছে ইনটেল। এএমডি’র আসন্ন প্রসেসরের গতি পাঁচ দশমিক সাত গিগাহার্টজ। এতে আরও আছে একশ ৪৪ মেগাবাইটের ‘৩ডি ভি-ক্যাশ’ প্রযুক্তি, যা সিপিইউ-তে তুলনামূলক বেশি ক্যাশ ডেটা যুক্ত করার সুবিধা দেয়। ইনটেলের নতুন প্রসেসর বাজারে এসেছে বৃহস্পতিবার, ১২ জানুয়ারি থেকে। এর সম্ভাব্য দাম ছয়শ ৯৯ ডলার।