ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারে মোবাইল লিংক লাগবে না

  • আপডেট সময় : ১০:৪৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপ চালানোর জন্য প্রাইমারি ডিভাইসকে এখন আর লিংক করা কোনও সেকেন্ডারি ডিভাইসে লগ-ইন থাকার প্রয়োজন নেই। গত কয়েক মাস পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর সম্প্রতি এই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই অপারেটিং সিস্টেমে চালু করা যাবে এটি।
ফিচারটির জন্য প্রথমে লিংকড ডিভাইসের বেটা অপশনে ঢুকতে হবে। এরপর এটি চালু করতে পারবে ব্যবহারকারীরা। চালু হলে লিংক করা সব ডিভাইস থেকে আনলিংক হয়ে যাবে। পুনরায় এটি লিংক করে নিতে হবে। নতুনভাবে লিংক হয়ে গেলে এরপর মূল স্মার্টফোনের সঙ্গে লিংকড না থাকলেও চলবে। একইসঙ্গে সব ডিভাইসেই কল এবং চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকবে।
সংবাদ মাধ্যম জিএসএম অ্যারেনা জানায়, এভাবে লিংক করা ডিভাইস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ১৪ দিন পর্যন্ত কাজ করা যাবে। তবে এই সুযোগ আইওএসে থাকলেও লিংক করা ডিভাইস থেকে কোনও মেসেজ ডিলিট করতে পারবে না ব্যবহারকারীরা। আইওএস থেকে কোনও ট্যাবলেট বা অন্য কোনও স্মার্টফোনে এভাবে সংযোগ করা যাবে না। ফিচারটি ব্যবহার করতে চাইলে হোয়াটসঅ্যাপের সবশেষ সংস্করণ থাকতে হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারে মোবাইল লিংক লাগবে না

আপডেট সময় : ১০:৪৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১

প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপ চালানোর জন্য প্রাইমারি ডিভাইসকে এখন আর লিংক করা কোনও সেকেন্ডারি ডিভাইসে লগ-ইন থাকার প্রয়োজন নেই। গত কয়েক মাস পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর সম্প্রতি এই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই অপারেটিং সিস্টেমে চালু করা যাবে এটি।
ফিচারটির জন্য প্রথমে লিংকড ডিভাইসের বেটা অপশনে ঢুকতে হবে। এরপর এটি চালু করতে পারবে ব্যবহারকারীরা। চালু হলে লিংক করা সব ডিভাইস থেকে আনলিংক হয়ে যাবে। পুনরায় এটি লিংক করে নিতে হবে। নতুনভাবে লিংক হয়ে গেলে এরপর মূল স্মার্টফোনের সঙ্গে লিংকড না থাকলেও চলবে। একইসঙ্গে সব ডিভাইসেই কল এবং চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকবে।
সংবাদ মাধ্যম জিএসএম অ্যারেনা জানায়, এভাবে লিংক করা ডিভাইস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ১৪ দিন পর্যন্ত কাজ করা যাবে। তবে এই সুযোগ আইওএসে থাকলেও লিংক করা ডিভাইস থেকে কোনও মেসেজ ডিলিট করতে পারবে না ব্যবহারকারীরা। আইওএস থেকে কোনও ট্যাবলেট বা অন্য কোনও স্মার্টফোনে এভাবে সংযোগ করা যাবে না। ফিচারটি ব্যবহার করতে চাইলে হোয়াটসঅ্যাপের সবশেষ সংস্করণ থাকতে হবে।