ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব : অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লকডাউন বাড়ছে

  • আপডেট সময় : ১২:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ১২৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরন ছড়িয়ে পড়া রোধ করতে লড়াই করেছে অস্ট্রেলিয়ার বৃহত্তম দুই শহর সিডনি ও মেলবোর্ন। দেশটির বৃহত্তম শহর সিডনি পাঁচ সপ্তাহের লকডাউনে ও পুরো ভিক্টোরিয়া রাজ্যজুড়ে বাড়িতে অবস্থান করার নির্দেশ জারি থাকায় দেশটির আড়াই কোটি লোকের প্রায় অর্ধেক এখন বাড়ির গ-িতে সীমাবদ্ধ হয়ে আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দ্রুত ছড়িয়ে পড়া ডেল্টা ধরনের কারণে চলতি বছরের সবচেয়ে কঠিন প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে শনাক্ত নতুন রোগীর সংখ্যা কিছুটা হ্রাস পাওয়া সত্ত্বেও ভিক্টোরিয়া রাজ্য মঙ্গলবারের পরও লকাডাউন অব্যাহত রাখবে বলে সোমবার দেশটির কর্তৃপক্ষগুলো জানিয়েছে।
ভিক্টোরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুজ জানিয়েছেন, নতুন রোগী শনাক্ত হতে থাকায় লকডাউনের বিধিনিষেধ তুলে নেওয়া হবে না। ‘পরিস্থিতি কিছুদিন ভালো থাকার পর আবার লকডাউনে ফিরে আসার বড় ধরনের সম্ভাবনা আছে। আমি সেটা এড়ানোর চেষ্টা করছি,’ কেন আগের ঘোষণা মতো মঙ্গলবার লকডাউন তুলে নেওয়া হচ্ছে না তার ব্যাখ্যায় বলেন তিনি। আজ মঙ্গলবার এ বিষয়ে আরও বিস্তারিত জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল রাজ্য ভিক্টোরিয়া, মেলবোর্ন শহরও যার অংশ, সোমবার স্থানীয়ভাবে সংক্রমিত ১৩ রোগী শনাক্তের কথা জানিয়েছে। যা একদিন আগে শনাক্ত ১৬ জন থেকে কিছুটা কম। শনাক্ত নতুন সংক্রমণের ঘটনাগুলো পরস্পর সম্পর্কিত। নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য, সিডনি যার রাজধানী, একইদিন স্থানীয়ভাবে সংক্রমিত ৯৮ রোগী শনাক্তের কথা জানিয়েছে। একদিন আগে এখানে ১০৫ জন রোগী শনাক্ত হয়েছিল।
রাজ্যটিতে এখন ৮২ জন রোগী হাসপাতালে আছেন, তাদের মধ্যে ২৪ জন ইন্টেনসিভ কেয়ারে আর তাদের মধ্যে সাত জন ভেন্টিলেশনে আছেন। ২৬ জুন সিডনিতে লকাডাউন দেওয়ার পর থেকে এ পর্যন্ত দুইবার এ বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করেছে এনএসডব্লিউ। সিডনি ও আশপাশের এলাকায় চলমান কঠোর লকডাউন ৩০ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।
২০১৯ এর ডিসেম্বরে মহামারী শুরুর পর থেকে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সফল হওয়া উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। সেখানে এ পর্যন্ত ৩১ হাজার ৯০০ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে আর মারা গেছে ৯১৪ জন। গত রোববার সৌদি আরবের মিনায় অবস্থান করা হাজিরা নামাজ আদায় করছেন। এখান থেকে আরাফাতের ময়দানে গিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সারবেন তারা। ছবি: রয়টার্স

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব : অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লকডাউন বাড়ছে

আপডেট সময় : ১২:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরন ছড়িয়ে পড়া রোধ করতে লড়াই করেছে অস্ট্রেলিয়ার বৃহত্তম দুই শহর সিডনি ও মেলবোর্ন। দেশটির বৃহত্তম শহর সিডনি পাঁচ সপ্তাহের লকডাউনে ও পুরো ভিক্টোরিয়া রাজ্যজুড়ে বাড়িতে অবস্থান করার নির্দেশ জারি থাকায় দেশটির আড়াই কোটি লোকের প্রায় অর্ধেক এখন বাড়ির গ-িতে সীমাবদ্ধ হয়ে আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দ্রুত ছড়িয়ে পড়া ডেল্টা ধরনের কারণে চলতি বছরের সবচেয়ে কঠিন প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে শনাক্ত নতুন রোগীর সংখ্যা কিছুটা হ্রাস পাওয়া সত্ত্বেও ভিক্টোরিয়া রাজ্য মঙ্গলবারের পরও লকাডাউন অব্যাহত রাখবে বলে সোমবার দেশটির কর্তৃপক্ষগুলো জানিয়েছে।
ভিক্টোরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুজ জানিয়েছেন, নতুন রোগী শনাক্ত হতে থাকায় লকডাউনের বিধিনিষেধ তুলে নেওয়া হবে না। ‘পরিস্থিতি কিছুদিন ভালো থাকার পর আবার লকডাউনে ফিরে আসার বড় ধরনের সম্ভাবনা আছে। আমি সেটা এড়ানোর চেষ্টা করছি,’ কেন আগের ঘোষণা মতো মঙ্গলবার লকডাউন তুলে নেওয়া হচ্ছে না তার ব্যাখ্যায় বলেন তিনি। আজ মঙ্গলবার এ বিষয়ে আরও বিস্তারিত জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল রাজ্য ভিক্টোরিয়া, মেলবোর্ন শহরও যার অংশ, সোমবার স্থানীয়ভাবে সংক্রমিত ১৩ রোগী শনাক্তের কথা জানিয়েছে। যা একদিন আগে শনাক্ত ১৬ জন থেকে কিছুটা কম। শনাক্ত নতুন সংক্রমণের ঘটনাগুলো পরস্পর সম্পর্কিত। নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য, সিডনি যার রাজধানী, একইদিন স্থানীয়ভাবে সংক্রমিত ৯৮ রোগী শনাক্তের কথা জানিয়েছে। একদিন আগে এখানে ১০৫ জন রোগী শনাক্ত হয়েছিল।
রাজ্যটিতে এখন ৮২ জন রোগী হাসপাতালে আছেন, তাদের মধ্যে ২৪ জন ইন্টেনসিভ কেয়ারে আর তাদের মধ্যে সাত জন ভেন্টিলেশনে আছেন। ২৬ জুন সিডনিতে লকাডাউন দেওয়ার পর থেকে এ পর্যন্ত দুইবার এ বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করেছে এনএসডব্লিউ। সিডনি ও আশপাশের এলাকায় চলমান কঠোর লকডাউন ৩০ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।
২০১৯ এর ডিসেম্বরে মহামারী শুরুর পর থেকে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সফল হওয়া উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। সেখানে এ পর্যন্ত ৩১ হাজার ৯০০ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে আর মারা গেছে ৯১৪ জন। গত রোববার সৌদি আরবের মিনায় অবস্থান করা হাজিরা নামাজ আদায় করছেন। এখান থেকে আরাফাতের ময়দানে গিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সারবেন তারা। ছবি: রয়টার্স