ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ডেলটা ধরনে হাসপাতালে ভর্তির ঝুঁকি দ্বিগুণ: গবেষণা

  • আপডেট সময় : ১২:৩২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • ১২২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের যুক্তরাজ্যের আলফা ধরনের তুলনায় ভারতের ডেলটা ধরনে হাসপাতালে যাওয়ার ঝুঁকি বেশি। করোনার ডেলটা ধরনে সংক্রমিত হলে হাসপাতালের যাওয়ার এই ঝুঁকি দ্বিগুণ হতে পারে। স্কটিশ এক গবেষণায় স্থানীয় সময় গত সোমবার এ তথ্য জানানো হয়েছে।
গবেষণা বলছে, হাসপাতালে ভর্তির মতো অসুস্থতার ঝুঁকি থেকে দুই ডোজ টিকা জোরালো সুরক্ষা দিতে পারে। গবেষণায় আরও জানানো হয়েছে, ইংল্যান্ডের দক্ষিণ–পূর্বে কেন্ট এলাকায় প্রথম শনাক্ত হওয়া আলফা ধরনের বিরুদ্ধে টিকা যতটা কার্যকর ডেলটা ধরনের বিরুদ্ধে তার চেয়ে কম কার্যকর।
চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদন বলছে, স্কটল্যান্ডে করোনার আলফা ধরনে সংক্রমিত ১৯ হাজার ৫৪৩ জনের মধ্যে ৩৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডেলটা ধরনে সংক্রমিত ৭ হাজার ৭২৩ জনের মধ্যে ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্ট্রাহক্লাইড বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এপিডোমাইলজির অধ্যাপক ক্রিস রবার্টসন বলেছেন, বয়স ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা করোনার ডেলটা ধরনে সংক্রমিত হলে হাসপাতালে যাওয়ার ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। তবে টিকায় এই ঝুঁকি কমে।
সাংবাদিকদের ক্রিস রবার্টসন বলেন, দুই ডোজ টিকা অথবা এক ডোজ টিকা নেওয়ার ২৮ দিনের মধ্যে করোনা শনাক্ত হলে হাসপাতালে যাওয়ার ঝুঁকি ৭০ শতাংশ কমে যায়। ফাইজার–বায়োএনটেকের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দুই সপ্তাহ পরে ডেলটা ধরন থেকে ৭৯ শতাংশ সুরক্ষা পাওয়া যায়।
আর আলফা ধরন থেকে ৯২ শতাংশ সুরক্ষা পাওয়া যায়। অন্যদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ডেলটা ধরন থেকে ৬০ শতাংশ সুরক্ষা দেয়। আর আলফা ধরন থেকে ৭৩ শতাংশ সুরক্ষা দিতে পারে।
গবেষকেরা বলছেন, ডেলটা ধরনের বিরুদ্ধে এক ডোজ টিকার তুলনায় দুই ডোজ টিকা বেশি কার্যকর হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেলটা ধরনে হাসপাতালে ভর্তির ঝুঁকি দ্বিগুণ: গবেষণা

আপডেট সময় : ১২:৩২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের যুক্তরাজ্যের আলফা ধরনের তুলনায় ভারতের ডেলটা ধরনে হাসপাতালে যাওয়ার ঝুঁকি বেশি। করোনার ডেলটা ধরনে সংক্রমিত হলে হাসপাতালের যাওয়ার এই ঝুঁকি দ্বিগুণ হতে পারে। স্কটিশ এক গবেষণায় স্থানীয় সময় গত সোমবার এ তথ্য জানানো হয়েছে।
গবেষণা বলছে, হাসপাতালে ভর্তির মতো অসুস্থতার ঝুঁকি থেকে দুই ডোজ টিকা জোরালো সুরক্ষা দিতে পারে। গবেষণায় আরও জানানো হয়েছে, ইংল্যান্ডের দক্ষিণ–পূর্বে কেন্ট এলাকায় প্রথম শনাক্ত হওয়া আলফা ধরনের বিরুদ্ধে টিকা যতটা কার্যকর ডেলটা ধরনের বিরুদ্ধে তার চেয়ে কম কার্যকর।
চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদন বলছে, স্কটল্যান্ডে করোনার আলফা ধরনে সংক্রমিত ১৯ হাজার ৫৪৩ জনের মধ্যে ৩৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডেলটা ধরনে সংক্রমিত ৭ হাজার ৭২৩ জনের মধ্যে ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্ট্রাহক্লাইড বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এপিডোমাইলজির অধ্যাপক ক্রিস রবার্টসন বলেছেন, বয়স ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা করোনার ডেলটা ধরনে সংক্রমিত হলে হাসপাতালে যাওয়ার ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। তবে টিকায় এই ঝুঁকি কমে।
সাংবাদিকদের ক্রিস রবার্টসন বলেন, দুই ডোজ টিকা অথবা এক ডোজ টিকা নেওয়ার ২৮ দিনের মধ্যে করোনা শনাক্ত হলে হাসপাতালে যাওয়ার ঝুঁকি ৭০ শতাংশ কমে যায়। ফাইজার–বায়োএনটেকের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দুই সপ্তাহ পরে ডেলটা ধরন থেকে ৭৯ শতাংশ সুরক্ষা পাওয়া যায়।
আর আলফা ধরন থেকে ৯২ শতাংশ সুরক্ষা পাওয়া যায়। অন্যদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ডেলটা ধরন থেকে ৬০ শতাংশ সুরক্ষা দেয়। আর আলফা ধরন থেকে ৭৩ শতাংশ সুরক্ষা দিতে পারে।
গবেষকেরা বলছেন, ডেলটা ধরনের বিরুদ্ধে এক ডোজ টিকার তুলনায় দুই ডোজ টিকা বেশি কার্যকর হয়।