নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরার শাপলা চত্বরে চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর।
বুধবার (২৩ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাকন মিয়া জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই যুবক একটি নির্মাণাধীন ভবনে মোবাইল চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। সেখানেই ধরা পড়ে গণপিটুনির শিকার হন। তিনি আরো জানান, এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা যায়।