নিজস্ব প্রতিবেদক : সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৫৬৬ জন গ্রেপ্তার হয়েছেন। বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৫৬৬ জনকে। বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ছুরি ও একটি রামদা জব্দ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার অভিযানকে বোঝানো হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়। মঙ্গলবার পুলিশ সদরদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৬০৭ জনকে গ্রেপ্তারের খবর জানায়। সব মিলিয়ে এক হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করার কথা জানানো হয়।