ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

ডেনমার্কের বিপক্ষে নতুন রেকর্ড গড়তে চান জিরুদ

  • আপডেট সময় : ১২:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : কাতার বিশ্বকাপে অভিযান শুরুর ম্যাচে জোড়া গোল করে ভাগ বসিয়েছেন থিয়েরি অঁরির ফ্রান্সের সর্বোচ্চ গোলের রেকর্ডে। এবার তা একার করে নিতে চান অলিভিয়ে জিরুদ। লক্ষ্য পূরণ করতে চান ডেনমার্কের বিপক্ষে আসছে ম্যাচেই। ৪৯ গোল নিয়ে বিশ্ব সেরার মঞ্চে এসেছিলেন জিরুদ। গত মঙ্গলবার ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারায় ফ্রান্স। ৩৬ বছর বয়সী জিরুদ দুই অর্ধে একটি করে গোল করেন। ১১৫ ম্যাচ খেলে জিরুদের গোল এখন ৫১। ১৯৯৭ থেকে ২০১০ পর্যন্ত ১২৩ ম্যাচ খেলে ৫১ গোল করে এতদিন একাই শীর্ষে ছিলেন সাবেক ফরোয়ার্ড অঁরি। অস্ট্রেলিয়া ম্যাচের পর অঁরির উদ্দেশ্যে মজা করে জিরুদ বলেন, ‘তিতি (থিয়েরি অঁরি) আমি আসছি।’ আগামী শনিবার ডেনমার্কের বিপক্ষে খেলবে ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। উয়েফা নেশন্স লিগে দলটির বিপক্ষে সবশেষ দুই ম্যাচে হেরেছে দিদিয়ে দেশমের দল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডেনমার্কের বিপক্ষে নতুন রেকর্ড গড়তে চান জিরুদ

আপডেট সময় : ১২:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : কাতার বিশ্বকাপে অভিযান শুরুর ম্যাচে জোড়া গোল করে ভাগ বসিয়েছেন থিয়েরি অঁরির ফ্রান্সের সর্বোচ্চ গোলের রেকর্ডে। এবার তা একার করে নিতে চান অলিভিয়ে জিরুদ। লক্ষ্য পূরণ করতে চান ডেনমার্কের বিপক্ষে আসছে ম্যাচেই। ৪৯ গোল নিয়ে বিশ্ব সেরার মঞ্চে এসেছিলেন জিরুদ। গত মঙ্গলবার ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারায় ফ্রান্স। ৩৬ বছর বয়সী জিরুদ দুই অর্ধে একটি করে গোল করেন। ১১৫ ম্যাচ খেলে জিরুদের গোল এখন ৫১। ১৯৯৭ থেকে ২০১০ পর্যন্ত ১২৩ ম্যাচ খেলে ৫১ গোল করে এতদিন একাই শীর্ষে ছিলেন সাবেক ফরোয়ার্ড অঁরি। অস্ট্রেলিয়া ম্যাচের পর অঁরির উদ্দেশ্যে মজা করে জিরুদ বলেন, ‘তিতি (থিয়েরি অঁরি) আমি আসছি।’ আগামী শনিবার ডেনমার্কের বিপক্ষে খেলবে ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। উয়েফা নেশন্স লিগে দলটির বিপক্ষে সবশেষ দুই ম্যাচে হেরেছে দিদিয়ে দেশমের দল।