নিজস্ব প্রতিবেদক : করোনার সংক্রমণের মধ্যে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছে ২১১ জন। করোনার সংক্রমণের মধ্যে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছে ২১১ জন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সন্দেহজনক হিসেবে ২৪ জনের মৃত্যুর তথ্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে আইইডিসিআর এখনও কোনও মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনও মৃত্যু ডেঙ্গু বলেও নিশ্চিত করেনি। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এরমধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২১০ জন আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন একজন।
কন্ট্রোল রুমের তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৯৫২ জন। এরমধ্যে রাজধানী ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৮৮৪ জন। আর ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৬৮ জন।
কন্ট্রোল রুম আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মোট শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৬৪৫ জন। আর চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন চার হাজার ৬৬৯ জন।
ডেঙ্গু সন্দেহে ২৪ মৃত্যু, পর্যালোচনা শেষ করেনি আইইডিসিআর
ট্যাগস :
ডেঙ্গু সন্দেহে ২৪ মৃত্যু
জনপ্রিয় সংবাদ