ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

ডেঙ্গু নিয়ে এক দিনে হাসপাতালে ভর্তি ৬১৫ জন

  • আপডেট সময় : ০৩:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে ডেঙ্গু নিয়ে এক দিনে ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হলো।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ১৭৫ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডেঙ্গু নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৭ রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। দুই সিটি করপোরেশন এলাকা ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলার হাসপাতালে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১০৪ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৪ জন, খুলনা বিভাগে ৬০, বরিশাল বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ১৩, ময়মনসিংহ বিভাগে ৬ ও রংপুর বিভাগে ২ জন ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ২৮৫ জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৭ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে ৫১ দশমিক ৫ শতাংশ নারী ও পুরুষ ৪৮ দশমিক ৫ শতাংশ। জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ৬১ দশমিক ৬ শতাংশ পুরুষ ও নারী ৩৮ দশমিক ৪ শতাংশ। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৫৪৬ জন। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয় ২০০০ সালে। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ২৪৬ জন এ রোগে আক্রান্ত হন। এ সময় মারা যান ৮৫৩ জন। বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। এ সময় ৩ লাখ ২১ হাজার ১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ডেঙ্গু নিয়ে এক দিনে হাসপাতালে ভর্তি ৬১৫ জন

আপডেট সময় : ০৩:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দেশে ডেঙ্গু নিয়ে এক দিনে ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হলো।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ১৭৫ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডেঙ্গু নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৭ রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। দুই সিটি করপোরেশন এলাকা ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলার হাসপাতালে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১০৪ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৪ জন, খুলনা বিভাগে ৬০, বরিশাল বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ১৩, ময়মনসিংহ বিভাগে ৬ ও রংপুর বিভাগে ২ জন ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ২৮৫ জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৭ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে ৫১ দশমিক ৫ শতাংশ নারী ও পুরুষ ৪৮ দশমিক ৫ শতাংশ। জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ৬১ দশমিক ৬ শতাংশ পুরুষ ও নারী ৩৮ দশমিক ৪ শতাংশ। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৫৪৬ জন। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয় ২০০০ সালে। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ২৪৬ জন এ রোগে আক্রান্ত হন। এ সময় মারা যান ৮৫৩ জন। বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। এ সময় ৩ লাখ ২১ হাজার ১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।