নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে এই জুলাই মাসেই। এখন পর্যন্ত ১ হাজার ৫৭৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন শুধু এ মাসেই। তাদের ৯৯ শতাংশই ঢাকার। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে ১৪২ জনই ঢাকার, অন্যজন ঢাকার বাইরের। এটি চলতি বছরে এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এ পর্যন্ত ৫০৯ জন রোগী ভর্তি আছেণ। এর মধ্যে ঢাকাতেই আছেন ৫০০ জন, আর বাকি ৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত ১ হাজার ৯৪৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ হাজার ৪৩৩ জন। এ বছর ডেঙ্গুতে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ