ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১২০৯ জন

  • আপডেট সময় : ০৩:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত সাতজনের প্রাণ গেছে; এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন।
এডিস মশাবাহিত এ রোগে এ নিয়ে চলতি বছর ৩৩৭ জনের মৃত্যু, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯ হাজার ৪৫৬ জনে। শুক্রবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়াদের মধ্যে চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এবং একজন খুলনা বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৪২২ জন, ঢাকা বিভাগে ২১১ জন, ময়মনসিংহে ৪০ জন, চট্টগ্রামে ১৬০ জন, খুলনায় ১৩৭ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৬ জন, বরিশাল বিভাগে ১৩৮ জন এবং সিলেট বিভাগে চারজন ভর্তি হয়েছেন। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৩২৬ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০০ জন; আর ২ হাজার ৪২৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪০ হাজার ৭৭৫ জন ঢাকার বাইরের। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৬৮১ জন। ডেঙ্গু নিয়ে চলতি বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের। আর নভেম্বরের প্রথম আট দিনে ৭ হাজার ৬৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৪০ জনের। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১২০৯ জন

আপডেট সময় : ০৩:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত সাতজনের প্রাণ গেছে; এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন।
এডিস মশাবাহিত এ রোগে এ নিয়ে চলতি বছর ৩৩৭ জনের মৃত্যু, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯ হাজার ৪৫৬ জনে। শুক্রবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়াদের মধ্যে চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এবং একজন খুলনা বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৪২২ জন, ঢাকা বিভাগে ২১১ জন, ময়মনসিংহে ৪০ জন, চট্টগ্রামে ১৬০ জন, খুলনায় ১৩৭ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৬ জন, বরিশাল বিভাগে ১৩৮ জন এবং সিলেট বিভাগে চারজন ভর্তি হয়েছেন। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৩২৬ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০০ জন; আর ২ হাজার ৪২৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪০ হাজার ৭৭৫ জন ঢাকার বাইরের। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৬৮১ জন। ডেঙ্গু নিয়ে চলতি বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের। আর নভেম্বরের প্রথম আট দিনে ৭ হাজার ৬৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৪০ জনের। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।