ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

ডেঙ্গুতে ২৩ দিনে মৃত্যু ২৫

  • আপডেট সময় : ০১:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি মাসের ২৩ দিনে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ মাসে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬৫ জন।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। কন্ট্রোল রুম আরও জানায়, দেশে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল আগস্টের ২৩ দিনে মারা গেছেন ২৫ জন, এ ছাড়া গত জুলাই মাসে মারা গেছেন ১২ জন। কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২ আগস্ট সকাল ৮টা থেকে ২৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৪৩ জন, আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ১৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৫৯ জন, আর অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৮৭ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে মোট আট হাজার ৩১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সাত হাজার ১৩৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডেঙ্গুতে ২৩ দিনে মৃত্যু ২৫

আপডেট সময় : ০১:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি মাসের ২৩ দিনে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ মাসে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬৫ জন।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। কন্ট্রোল রুম আরও জানায়, দেশে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল আগস্টের ২৩ দিনে মারা গেছেন ২৫ জন, এ ছাড়া গত জুলাই মাসে মারা গেছেন ১২ জন। কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২ আগস্ট সকাল ৮টা থেকে ২৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৪৩ জন, আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ১৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৫৯ জন, আর অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৮৭ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে মোট আট হাজার ৩১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সাত হাজার ১৩৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।