ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

ডেঙ্গুতে নভেম্বরের ১৮ দিনে ১০৬ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০৮:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাতে এ বছর এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ৬৮ জনে।
সোমবার সকাল পর্যন্ত গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর এ রোগে মোট ৪২১ জনের মৃত্যু হল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৮০ জন, ঢাকা বিভাগে ২৫৯ জন, ময়মনসিংহে ৩৬ জন, চট্টগ্রামে ১০৭ জন, খুলনায় ১৪৫ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ৮৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ২ জন চট্টগ্রাম বিভাগীয় এলাকার। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশন, ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সোমবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৬ হাজার ৬৩৯ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪০০৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৬৫৩ জন এবং ২৩৫৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪৮ হাজার ২৪৪ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৮২৪ জন। এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের। নভেম্বরের প্রথম ১৮ দিনে ১৯ হাজার ২৫১ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১০৬ জনের। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২৪ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, থাকবে আরও যতদিন

ডেঙ্গুতে নভেম্বরের ১৮ দিনে ১০৬ জনের মৃত্যু

আপডেট সময় : ০৮:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাতে এ বছর এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ৬৮ জনে।
সোমবার সকাল পর্যন্ত গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর এ রোগে মোট ৪২১ জনের মৃত্যু হল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৮০ জন, ঢাকা বিভাগে ২৫৯ জন, ময়মনসিংহে ৩৬ জন, চট্টগ্রামে ১০৭ জন, খুলনায় ১৪৫ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ৮৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ২ জন চট্টগ্রাম বিভাগীয় এলাকার। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশন, ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সোমবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৬ হাজার ৬৩৯ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪০০৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৬৫৩ জন এবং ২৩৫৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪৮ হাজার ২৪৪ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৮২৪ জন। এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের। নভেম্বরের প্রথম ১৮ দিনে ১৯ হাজার ২৫১ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১০৬ জনের। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।