ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২

  • আপডেট সময় : ০২:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে দুজনের মৃত্যু হয়েছে; এ সময়ে নতুন করে আক্রান্ত ১১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা, অপরজন চট্টগ্রাম বিভাগের। এর আগে পাঁচ দিন পর শনিবার ড্ঙ্গেুতে সারা দেশে একজনের মৃত্যু হয়। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ৫০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৬৭ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ জন ও খুলনা বিভাগে চারজন ও রাজশাহী বিভাগে দুইজন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৮ জনে; মারা গেছেন মোট ৫০ জন। দেশের বিভিন্ন হাসপাতালে সোমবার সকাল পর্যন্ত ৩৮২ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ২১৪ জন; ঢাকার বাইরে ছিলেন ১৬৮ জন। চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, মৃত্যু হয় তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন, মারা যান পাঁচজন। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, মৃত্যু হয় দুইজনের। মে মাসে আক্রান্ত হন ৬৪৪ জন, মারা যান ১২ জন। জুন মাসে ৭৯৮ জন আক্রান্ত হন, মৃত্যু হয় আটজনের। এ ছাড়া জুলাই মাসের প্রথম ১৫ দিনে ১০২৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন ছয়জন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২

আপডেট সময় : ০২:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদক : এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে দুজনের মৃত্যু হয়েছে; এ সময়ে নতুন করে আক্রান্ত ১১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা, অপরজন চট্টগ্রাম বিভাগের। এর আগে পাঁচ দিন পর শনিবার ড্ঙ্গেুতে সারা দেশে একজনের মৃত্যু হয়। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ৫০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৬৭ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ জন ও খুলনা বিভাগে চারজন ও রাজশাহী বিভাগে দুইজন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৮ জনে; মারা গেছেন মোট ৫০ জন। দেশের বিভিন্ন হাসপাতালে সোমবার সকাল পর্যন্ত ৩৮২ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ২১৪ জন; ঢাকার বাইরে ছিলেন ১৬৮ জন। চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, মৃত্যু হয় তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন, মারা যান পাঁচজন। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, মৃত্যু হয় দুইজনের। মে মাসে আক্রান্ত হন ৬৪৪ জন, মারা যান ১২ জন। জুন মাসে ৭৯৮ জন আক্রান্ত হন, মৃত্যু হয় আটজনের। এ ছাড়া জুলাই মাসের প্রথম ১৫ দিনে ১০২৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন ছয়জন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।