নিজস্ব প্রতিবেদক : এক দিনের হিসাবে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়লেও সপ্তাহের ব্যবধানে আক্রান্ত-মৃত্যু দুটোই কমেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত আগের এক সপ্তাহে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৮০৯ জন রোগী। তার আগের সপ্তাহে ৫ হাজার ৭৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আগের সপ্তাহের চেয়ে ১ হাজার ৯৫৯ জন বা ৩৩ দশমিক ৯৬ শতাংশ কম। এছাড়া গেল সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। তার আগের সপ্তাহে ডেঙ্গুতে ৩৪ জনের মৃত্যু হয়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে মৃত্যু কমেছে ৩২ দশমিক ৩৫ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত আগের একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৯ জন। এই সময়ে ডেঙ্গুতে প্রাণ গেছে নয়জনের। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ৩৬২ জন হাসপাতালে ভর্তি হন; মৃত্যু হয় দুইজনের। গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৩ জন; ঢাকায় ভর্তি হয়েছেন ৮৬ জন রোগী। সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৭ হাজার ২৩২ জনে। মোট ভর্তি রোগীর বেশিরভাগ ঢাকার বাইরের বিভিন্ন জেলার, ২ লাখ ৮ হাজার ২৩৪ জন। ঢাকায় ভর্তি হয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন। গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে যে নয়জন মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় চারজন। ঢাকার বাইরে পাঁচজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে প্রাণ গেছে ১ হাজার ৬৬১ জনের। এর মধ্যে ঢাকায় ৯৫৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলার ৭০৩ জন। রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ২ হাজার ২৯১ জন রোগী। তাদের মধ্যে ৫৮০ জন ঢাকায় এবং ১ হাজার ৭১১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন, নভেম্বর মাসে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম দশদিনে ভর্তি রোগীর সংখ্যা ৫৩৪১ জন। জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুই জন, মে মাসে দুইজন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম দশ দিনে ৩৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেঙ্গুতে এক সপ্তাহে ভর্তি ও মৃত্যু কমেছে
জনপ্রিয় সংবাদ