বরিশাল সংবাদদাতা : বরিশালের মেঘনা নদীতে তলা ফেটে জিপসামবাহী একটি পণ্যবাহী জাহাজ (কার্গো জাহাজ) ডুবে গেছে। তবে কার্গোর মাস্টার, গ্রিজার, লস্করসহ ১০ ক্রুকে উদ্ধার করা গেছে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া কার্গো জাহাজটি হলো-এমভি প্রিন্স অব বৈশাখালী। মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই ওমর ফারুক জানান, বুধবার সকালে জাহাজটি নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথে কিছু একটার সঙ্গে কার্গোটির সামনের অংশের তলদেশে ধাক্কা লাগে। এতে পানি ঢুকে ধীরে ধীরে ডুবতে থাকলে নাবিকরা সেটিকে পার্শ্ববর্তী চরে নেওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই কার্গোটি মেঘনায় ডুবে যায়।