স্বপন শর্মা : ডিসেম্বর মানে যে, বিজয়ের মাস
জানা হলো সেই কথা পড়ে ইতিহাস,
ত্রিশ লাখ শহীদের প্রাণ বিনিময়ে
স্বাধীনতা আমাদের, হলো যে বিজয়ে।
ডিসেম্বর এলে যে, এতো খুশি লাগে
সে সব অজানা ছিল বুঝিনি তা আগে
হাসি আর গানে ভরা এই মাস জুড়ে
বিজয় দিবস তাই – নয় খুব দূরে।
ডিসেম্বর মানে যে, বিজয়ের সুখ
দেখে শুনে বুঝে নিই, বাঙালির মুখ
আসে জানি সেই সুখ প্রাণ বিনিময়ে
খুশিটাকে ধরে রাখি হারাবার ভয়ে।
ডিসেম্বর মানে যে, দুঃখ অবসান
দামাল ছেলের মুখে বিজয়ের গান
উড়ছে আকাশ জুড়ে রঙের বেলুন
স্বাধীন পাখির মতো পাখনা মেলুন।
ডিসেম্বর মানে যে, আলো ঝল-মলে
এই সব এসেছিলো বিজয়ের ফলে
ডিসেম্বর আনে সে বিজয় লগন-
খুশির আমেজে হাসে ভুবন এখন।