নিজস্ব প্রতিবেদক: ভাষার মাস ফেব্রুয়ারি। প্রতি বছর এই ভাষার মাসেই অনুষ্ঠিত হয় একুশে বইমেলা। কিন্তু এবার আর তা হচ্ছে না। কারণ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন। ফলে অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে পারে বলে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি জানান তিনি।
তিনি বলেন, যেহেতু জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। সেহেতু বইমেলা কখন হবে এটি নিয়ে আলোচনা হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। ডিসেম্বরে হওয়া নিয়ে বেশ কথা হচ্ছে। তবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
বাংলা একাডেমির এই কর্মকর্তা আরও বলেন, আজ বিকেলে উপদেষ্টার সঙ্গে বাংলা একাডেমিতে একটি মিটিং আছে। এই মিটিংয়ের পরই মূল বিষয়টি চূড়ান্তভাবে জানা যাবে। মিটিংয়ের পরেই সবাইকে জানিয়েও দেওয়া হতে পারে।
ওআ/আপ্র/১৮/০৯/২০২৫