ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

ডিসেম্বরে ঢাকায় আন্তর্জাতিক শান্তি সম্মেলন

  • আপডেট সময় : ০১:২৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকায় চলতি বছরের ৪ ও ৫ ডিসেম্বর ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন’ করতে যাচ্ছে সরকার। যেসব ব্যক্তি সত্যিকার অর্থে শান্তির জন্য কাজ করছেন, সে ধরনের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, গায়কসহ বিভিন্ন ব্যক্তিকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। একইসঙ্গে বঙ্গবন্ধু পুরস্কার প্রদানের বিষয়টিও বিবেচনায় রাখছে সরকার।
গতকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশ জাতীয় পুরস্কার দিয়ে থাকে, যেমন- ভারতে গান্ধী পুরস্কার দেওয়া হয়।’
শান্তি সম্মেলনে বঙ্গবন্ধুর নামে পুরস্কার দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।’ তবে তিনি বলেন, ‘ইউনেস্কোর সঙ্গে বঙ্গবন্ধুর নামে ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়টি চলমান রয়েছে।’ সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রী বলেন, ‘এখানে রাষ্ট্র বা সরকার-প্রধানকে আমন্ত্রণ জানানোটা উদ্দেশ্য নয়। বরং শান্তির জন্য যারা সত্যিকারভাবে চেষ্টা করছেন, তাদের জন্য এটি একটি মহাসম্মেলন হবে।’

সম্মেলনটি সরাসরি করার পরিকল্পনা নিয়েছে সরকার জানিয়ে তিনি বলেন, ‘সেই সময় মহামারি পরিস্থিতির উন্নতি হলে আমরা অনুষ্ঠানটি সরাসরি করবো।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ডিসেম্বরে ঢাকায় আন্তর্জাতিক শান্তি সম্মেলন

আপডেট সময় : ০১:২৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকায় চলতি বছরের ৪ ও ৫ ডিসেম্বর ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন’ করতে যাচ্ছে সরকার। যেসব ব্যক্তি সত্যিকার অর্থে শান্তির জন্য কাজ করছেন, সে ধরনের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, গায়কসহ বিভিন্ন ব্যক্তিকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। একইসঙ্গে বঙ্গবন্ধু পুরস্কার প্রদানের বিষয়টিও বিবেচনায় রাখছে সরকার।
গতকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশ জাতীয় পুরস্কার দিয়ে থাকে, যেমন- ভারতে গান্ধী পুরস্কার দেওয়া হয়।’
শান্তি সম্মেলনে বঙ্গবন্ধুর নামে পুরস্কার দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।’ তবে তিনি বলেন, ‘ইউনেস্কোর সঙ্গে বঙ্গবন্ধুর নামে ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়টি চলমান রয়েছে।’ সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রী বলেন, ‘এখানে রাষ্ট্র বা সরকার-প্রধানকে আমন্ত্রণ জানানোটা উদ্দেশ্য নয়। বরং শান্তির জন্য যারা সত্যিকারভাবে চেষ্টা করছেন, তাদের জন্য এটি একটি মহাসম্মেলন হবে।’

সম্মেলনটি সরাসরি করার পরিকল্পনা নিয়েছে সরকার জানিয়ে তিনি বলেন, ‘সেই সময় মহামারি পরিস্থিতির উন্নতি হলে আমরা অনুষ্ঠানটি সরাসরি করবো।’