ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫
ইসি আনোয়ারুল

ডিসেম্বরের প্রথম ভাগেই নির্বাচনের তফসিল ঘোষণা

  • আপডেট সময় : ০৬:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার- ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এই পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। সে অনুযায়ী ডিসেম্বর মাসের প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৩টায় পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণভোট নির্বাচনের আগে হবে, নাকি পরে হবে এ বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে তা এখনও আমাদের কাছে পৌঁছেনি। সিদ্ধান্ত হলে আপনাদের জানাতে পারব।

পিআর পদ্ধতির বিষয় কথা বলতে অনীহা প্রকাশ করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পিআর পদ্ধতিটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে তার অপেক্ষায় আছি।

নির্বাচন কমিশনার বলেন, ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সারাদেশে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের সঙ্গে আমরা মতবিনিময় করছি। এরই অংশ হিসেবে আমরা এখানে এসেছি। আগামীকাল পটুয়াখালী জেলার কর্মশালাটি অনুষ্ঠিত হবে। অতীতে যারা প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা ছিলেন তাদের মধ্যে শঙ্কা, দ্বিধা ও সংকোচ অনেক বিষয় কাজ করছে।

তিনি আরও বলেন, আমরা আশাবাদী যে, এসব আমরা কাটিয়ে উঠতে পারবো এবং আশা করছি আপনাদের মিডিয়ার সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কমিশনার মো. ফরিদুল ইসলাম, পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদারসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা।

ওআ/আপ্র/৩১/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইসি আনোয়ারুল

ডিসেম্বরের প্রথম ভাগেই নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট সময় : ০৬:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক:  নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এই পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। সে অনুযায়ী ডিসেম্বর মাসের প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৩টায় পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণভোট নির্বাচনের আগে হবে, নাকি পরে হবে এ বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে তা এখনও আমাদের কাছে পৌঁছেনি। সিদ্ধান্ত হলে আপনাদের জানাতে পারব।

পিআর পদ্ধতির বিষয় কথা বলতে অনীহা প্রকাশ করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পিআর পদ্ধতিটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে তার অপেক্ষায় আছি।

নির্বাচন কমিশনার বলেন, ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সারাদেশে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের সঙ্গে আমরা মতবিনিময় করছি। এরই অংশ হিসেবে আমরা এখানে এসেছি। আগামীকাল পটুয়াখালী জেলার কর্মশালাটি অনুষ্ঠিত হবে। অতীতে যারা প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা ছিলেন তাদের মধ্যে শঙ্কা, দ্বিধা ও সংকোচ অনেক বিষয় কাজ করছে।

তিনি আরও বলেন, আমরা আশাবাদী যে, এসব আমরা কাটিয়ে উঠতে পারবো এবং আশা করছি আপনাদের মিডিয়ার সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কমিশনার মো. ফরিদুল ইসলাম, পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদারসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা।

ওআ/আপ্র/৩১/১০/২০২৫