ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

ডিসেম্বরকে লক্ষ্য রেখেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে

  • আপডেট সময় : ০৮:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ২০২৫ সালের ডিসেম্বরকে লক্ষ্য রেখেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সে অনুযায়ী আগামী জুলাই-আগস্ট থেকে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু হবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ৪৫ থেকে ৫৫ দিন আগে ঘোষণা করা হয়।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ডিসেম্বর মাসে নির্বাচন করতে হলে কমিশন যথাযথ সময় বিবেচনা করেই শিডিউল ঘোষণা করবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং কারও সুবিধা-অসুবিধা বিবেচনায় নেবে না। আমাদের ওপর কোনো চাপ নেই এবং আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করবো না। যৌক্তিক সময়ে তফসিল ঘোষণা করবো এবং যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যাবো।

স্থানীয় ও জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইসি বলেন, আমরা ডিসেম্বরকে সামনে রেখে কাজ করছি। সরকার চাইলে স্থানীয় সরকার নির্বাচন—যেমন পৌরসভা, সিটি করপোরেশন, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন—একইসঙ্গে আয়োজন করা যেতে পারে। তবে এ বিষয়ে এখনও কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশে উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে দেওয়া হয় ২৯ মিলিয়ন ডলার

ডিসেম্বরকে লক্ষ্য রেখেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে

আপডেট সময় : ০৮:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ২০২৫ সালের ডিসেম্বরকে লক্ষ্য রেখেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সে অনুযায়ী আগামী জুলাই-আগস্ট থেকে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু হবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ৪৫ থেকে ৫৫ দিন আগে ঘোষণা করা হয়।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ডিসেম্বর মাসে নির্বাচন করতে হলে কমিশন যথাযথ সময় বিবেচনা করেই শিডিউল ঘোষণা করবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং কারও সুবিধা-অসুবিধা বিবেচনায় নেবে না। আমাদের ওপর কোনো চাপ নেই এবং আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করবো না। যৌক্তিক সময়ে তফসিল ঘোষণা করবো এবং যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যাবো।

স্থানীয় ও জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইসি বলেন, আমরা ডিসেম্বরকে সামনে রেখে কাজ করছি। সরকার চাইলে স্থানীয় সরকার নির্বাচন—যেমন পৌরসভা, সিটি করপোরেশন, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন—একইসঙ্গে আয়োজন করা যেতে পারে। তবে এ বিষয়ে এখনও কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।