রাজবাড়ী সংবাদদাতা : চলমান পরিস্থিতি মোকাবিলায় রাজবাড়ীতে রাজনৈতিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক (ডিসি) আবু কায়সার খান। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা আন্দোলনের সময়ে তাদের ওপর যুবলীগ-ছাত্রলীগসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের বিষয় তুলে ধরে বিচার দাবির পাশাপাশি বর্তমানে লুটপাট, অগ্নিসংযোগ বন্ধ করে রাজবাড়ীতে শান্তি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেন। এ সময় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ