প্রযুক্তি ডেস্ক :ইউটিউবে প্রদর্শিত ভিডিও পছন্দ না হলে অনেকেই সেই ভিডিওতে ডিসলাইক দেন। কিন্তু আগামীতে এই ডিসলাইক অপশন থাকছে না। শিগগিরই ইউটিউব থেকে সরছে ডিসলাইক।
হঠাৎ কেন এই সিদ্ধান্ত কেন নেওয়া হল?
ইউটিউবের যে কোনও ভিডিওতে যেমন কমেন্ট বা শেয়ার করার অপশন থাকে, তেমনই ভিডিওটি পছন্দ বা অপছন্দ হল কিনা তাও জানানোর সুযোগ থাকে লাইক বা ডিসলাইকের বাটন ক্লিক করে। কিন্তু দেখা গিয়েছে, বহু ক্ষেত্রেই ভিডিওর গুণগত মান নয় বরং ব্যক্তিগত অপছন্দ কিংবা প্রতিহিংসা থেকেই ডিসলাইক করেন ইউজাররা।
ইউটিউবের ব্লগে এসম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। সেখান বলা হয়েছে, এবছরের শুরু থেকেই এই নিয়ে পরীক্ষা চালাচ্ছে তারা। আর তখনই পরিষ্কার হয়ে যায় বিষয়টা। দেখা যায়, বহু ক্ষেত্রেই ব্যক্তিগত আক্রোশের কারণেই ডিসলাইক করা হচ্ছে। কেবল সেলেব কিংবা জনপ্রিয় ব্যক্তিত্বদের ভিডিওই নয়। টার্গেট হচ্ছেন একেবারেই আনকোরা ও নতুন ইউটিউব চ্যানেলের মালিকরাও।
সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে এবার ইউটিউবের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর ডিসলাইকের সংখ্যা দৃশ্যমান হবে না। তবে তার মানে এই নয় যে, ডিসলাইক বাটনটি দেখা যাবে না কিংবা ইউজাররা সেটি ব্যবহার করতে পারবেন না। কেবল ডিসলাইকের সংখ্যাটুকুই থাকবে অদৃশ্য।
ডিসলাইক থাকছে না ইউটিউবে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ