ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

ডিমের বাজারে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় : ১২:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

ফরিদপুর সংবাদদাতা : অস্থির ডিমের বাজার। ডিমের দাম সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে ফরিদপুরের বিভিন্ন বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন ডিমের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে ফরিদপুর শহরের বিভিন্ন বাজার তদারকি করা হয়। অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালী ট্রেডার্স, মোল্লা স্টোর এবং দিশারী টেড্রার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ফার্ম প্রতি পিস ডিম ৯.৪৭ টাকা বিক্রি করে খুচরা ব্যবসায়ীর কাছে সে ক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যে তাদের বিক্রি করার কথা ১০.৫৭ টাকা। কিন্তু এসব অসাধু ব্যবসায়ী প্রতিটি ডিম ১১.৫০ টাকা থেকে ১২ টাকা বিক্রি করছে। যা অপরাধ। ভোক্তাদের ন্যায্য মূল্যে ডিম ক্রয় করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজার তদারকি অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং জেলা পুলিশের টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

ডিমের বাজারে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ১২:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

ফরিদপুর সংবাদদাতা : অস্থির ডিমের বাজার। ডিমের দাম সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে ফরিদপুরের বিভিন্ন বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন ডিমের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে ফরিদপুর শহরের বিভিন্ন বাজার তদারকি করা হয়। অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালী ট্রেডার্স, মোল্লা স্টোর এবং দিশারী টেড্রার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ফার্ম প্রতি পিস ডিম ৯.৪৭ টাকা বিক্রি করে খুচরা ব্যবসায়ীর কাছে সে ক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যে তাদের বিক্রি করার কথা ১০.৫৭ টাকা। কিন্তু এসব অসাধু ব্যবসায়ী প্রতিটি ডিম ১১.৫০ টাকা থেকে ১২ টাকা বিক্রি করছে। যা অপরাধ। ভোক্তাদের ন্যায্য মূল্যে ডিম ক্রয় করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজার তদারকি অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং জেলা পুলিশের টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।