নিজস্ব প্রতিবেদক : লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়া ডিমের দামের কারসাজিতে যারা পেছন থেকে খেলছে তাদেরকে খুঁজে বের করা হবে বলে জানিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রাজধানীর কারওয়ানবাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে রবিবার এক মতবিনিময় সভায় এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মকবুল আলম চৌধুরী একথা বলেন। ডিম ও ব্রয়লার মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে মতবিনিময় সভাটির আয়োজন করা হয়। মকবুল আলম চৌধুরী বলেন, ‘আড়তদাররা এবং যারা মধ্যস্বত্বভোগী তারাই কিন্তু দাম বাড়িয়ে দেশটাকে অস্থিতিশীল করছে। তারা ইচ্ছামতো দাম উঠায় এবং ইচ্ছামতো দাম কমায়। সরকারকে তাদের আইনের আওতায় আনতে হবে। অবশ্যই তাদের জবাবদিহিতা থাকতে হবে।’ এফবিসিসিআইয়ের এই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘সোমবার ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে এফবিসিসিআইয়ে ডেকেছি। কাজী ফার্মসহ ১১টি প্রতিষ্ঠানও আছে। আমরা জানতে চাই, এখানে কারা দাম বাড়িয়েছে। কর্মকর্তারা বলবে পাইকার, পাইকাররা বলবে আড়তদার, আড়তদাররা বলবে প্রডিউসার, এটা ক্লিয়ার হওয়া উচিত।’
‘এখানে (সভায়) একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন, ফার্মের মালিকদের ডাকেননি কেন? আমি তার সঙ্গে একমত। বাজারে দাম নিয়ে খেলছে কারা এটা বের করা উচিত। সরকারকে আরো শক্ত অবস্থান নিতে হবে। খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা শুধু ফাইন দেবে এটা হয় না।’ ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম সফিকুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময়ে বিভিন্ন পাইকারি ডিম ও মুরগি ব্যবসায়ীসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিমের দাম নিয়ে কারা খেলছে খুঁজবে এফবিসিসিআই
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ