ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

ডিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন সাকিব

  • আপডেট সময় : ০৭:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: একদিন আগেই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন সাকিব আল হাসান। অনলাইনে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখিয়েছিলেন তিনি। তবে রোববার সিদ্ধান্ত বদলে না খেলার কথা জানিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। দলদবলের দ্বিতীয় দিন রোববার সাকিবের নাম প্রত্যাহারের জন্য সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস) কাছে চিঠি দিয়েছে রূপগঞ্জ। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফিরতে পারেননি সাকিব। তার নামে কয়েকটি মামলাও হয়েছে। তবে এর মাঝেই দলের হয়ে ভারতের মাটিতে খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু দেশে ফিরে নিজের বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাননি। এরপর থেকে দলের বাইরেই আছেন তিনি। তাছাড়া তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় এবং পরে নিষিদ্ধও হন।

‘শুধু বোলার’ সাকিব এ বছরের বিপিএলে চিটাগাং কিংসে নাম লিখিয়েছিলেন। কিন্তু দেশে না আসতে পারায় খেলতে পারেননি। এমতাবস্থায় গতকাল ডিপিএলের দলবদলে তার নাম দেওয়া নিয়ে বেশ আলোচনা হয়েছে। ঘটা করেই দলে নেওয়ার কথা জানিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। এমনকি তাকে খেলানোর বিষয়ে আশার কথাও শুনিয়েছিলেন দলটির মালিক লুৎফর রহমান বাদল। কিন্তু একদিন পরেই নিজের দলদবল স্থগিত করার অনুরোধ জানান সাকিব।

সে মোতাবেক আজ সিসিডিএমকে চিঠি দেয় রূপগঞ্জ। তবে এখনই সাকিবের নাম বাদ যাচ্ছে না। দলবদল শেষ হলে সব ক্লাব সিসিডিএমকে তালিকা পাঠাবে। তখন ক্লাবগুলো খেলোয়াড়দের নাম সরিয়ে নিতে পারবে। মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ডিপিএল। আজ শেষ হয়েছে দুই দিন ব্যাপী দলবদল।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশে উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে দেওয়া হয় ২৯ মিলিয়ন ডলার

ডিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন সাকিব

আপডেট সময় : ০৭:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া প্রতিবেদক: একদিন আগেই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন সাকিব আল হাসান। অনলাইনে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখিয়েছিলেন তিনি। তবে রোববার সিদ্ধান্ত বদলে না খেলার কথা জানিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। দলদবলের দ্বিতীয় দিন রোববার সাকিবের নাম প্রত্যাহারের জন্য সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস) কাছে চিঠি দিয়েছে রূপগঞ্জ। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফিরতে পারেননি সাকিব। তার নামে কয়েকটি মামলাও হয়েছে। তবে এর মাঝেই দলের হয়ে ভারতের মাটিতে খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু দেশে ফিরে নিজের বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাননি। এরপর থেকে দলের বাইরেই আছেন তিনি। তাছাড়া তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় এবং পরে নিষিদ্ধও হন।

‘শুধু বোলার’ সাকিব এ বছরের বিপিএলে চিটাগাং কিংসে নাম লিখিয়েছিলেন। কিন্তু দেশে না আসতে পারায় খেলতে পারেননি। এমতাবস্থায় গতকাল ডিপিএলের দলবদলে তার নাম দেওয়া নিয়ে বেশ আলোচনা হয়েছে। ঘটা করেই দলে নেওয়ার কথা জানিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। এমনকি তাকে খেলানোর বিষয়ে আশার কথাও শুনিয়েছিলেন দলটির মালিক লুৎফর রহমান বাদল। কিন্তু একদিন পরেই নিজের দলদবল স্থগিত করার অনুরোধ জানান সাকিব।

সে মোতাবেক আজ সিসিডিএমকে চিঠি দেয় রূপগঞ্জ। তবে এখনই সাকিবের নাম বাদ যাচ্ছে না। দলবদল শেষ হলে সব ক্লাব সিসিডিএমকে তালিকা পাঠাবে। তখন ক্লাবগুলো খেলোয়াড়দের নাম সরিয়ে নিতে পারবে। মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ডিপিএল। আজ শেষ হয়েছে দুই দিন ব্যাপী দলবদল।