প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি টেকলাইফের ব্র্যান্ড ডিজোর পণ্য এখন দেশের বাজারে। পণ্য নিয়ে এসেছে সেলেক্সট্রা লিমিটেড। ডিজো ব্র্যান্ডের রয়েছে বিভিন্ন পণ্য। এসব পণ্যের মধ্যে আছে স্মার্টওয়াচ, ওয়্যারলেস এয়ারফোন, এয়ারবাড ইত্যাদি।
ডিজোর পণ্য পাওয়া যাচ্ছে অনলাইন শপ সেলেক্সট্রা ডট কম ডট বিডিতে (িি.িংধষবীঃৎধ.পড়স.নফ/ফরুড়) ডিজোর ৪টি পণ্য পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন শপ ও অনলাইন প্ল্যাটফর্মেও এসব পণ্য পাওয়া যাচ্ছে। ডিজোর স্মার্টওয়াচগুলোর মধ্যে আছে- ডিজো ওয়াচ-২। এর ১ দশমিক ৬৯ ইঞ্চির উজ্জ্বল ফুল টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। এটি একবার চার্জে ১০ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে রয়েছে স্বাস্থ্য পর্যবেক্ষণের বিশেষ ব্যবস্থা। থাকছে ১ বছরের ওয়ারেন্টি। ডিজো ওয়াচ-২ স্পোর্টস কিনতে ব্যয় করতে হবে ৪ হাজার ৬৯৯ টাকা।
ডিজোর বিক্রয় ব্যবস্থাপক (বাংলাদেশ, নেপাল, ভারত, মধ্যপ্রাচ্য) মীরজান আলী বলেন, রিয়েলমি’র প্রথম টেকলাইফ ব্র্যান্ড ডিজো। গবেষণা এবং উন্নয়ন ও ম্যানুফ্যাকচারিং সেটআপসহ আমরা গে¬াবাল ব্র্যান্ডটির গে¬াবাল কানেকশন নিয়ে বাজারে এসেছি। বাংলাদেশ ডিজো’র একটি গুরুত্বপূর্ণ বাজার। ক্রেতাভিত্তিক পণ্যের ভিন্নতায় আমরা বিশ্বাস করি। আমরা বাংলাদেশি ক্রেতাদের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ পণ্য উপস্থাপন করছি যার মাধ্যমে তারা গোটা বিশ্বের সঙ্গে পরিচিত হতে পারে।
সেলেক্সট্রার লিড (মার্কেটিং এবং ডিজিটাল চ্যানেল সেলস) নাহিয়ান মাহমুদ বলেন, বাংলাদেশে প্রযুক্তি পণ্য সরবরাহে সেলেক্সট্রা অত্যন্ত সক্রিয়তার সঙ্গে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় দেশের বাজরে ডিজো’র পণ্য আনতে পেরে আমরা আনন্দিত। ডিজো ব্র্যান্ডের চার ধরনের পণ্য- স্মার্ট এন্টারটেইনমেন্ট, স্মার্ট হোম, স্মার্ট কেয়ার ও একসেসরিজের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।
ডিজো ব্র্যান্ডের আরেকটি আকর্ষণীয় পণ্য হলো ডিজো ওয়্যারলেস। তারবিহীন এই এয়ারফোনে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। ফলে ব্যবহারকারীরা কোনও ধরনের নয়েজ পাবেন না। এটি একবার চার্জে একটানা ১৭ ঘণ্টা পর্যন্ত চলবে। এটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে। এর দাম ১ হাজার ৭৯৯ টাকা।
ডিজো বাডস জেড নামের একটি এয়ারবাডও বাজারে এনেছে ডিজো। এতে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন সুবিধা রয়েছে যার ফলে বাইরের কোনও শব্দ ভেতরে আসবে না। এর ওজন ৩ দশমিক ৭ গ্রাম। একবার চার্জে এই এয়ারবাড চলবে একটানা ১৭ ঘণ্টা। এটি তিনটি রঙে পাওয়া যাবে। এটি পাওয়া যাচ্ছে ২ হাজার ৮৯৯ টাকায়।
ডিজোর রয়েছে ‘ডিজো গো-পডস’ নামের আকর্ষণীয় আরেকটি পণ্য। এতেও রয়েছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা। এটি একবার চার্জে ২৫ ঘণ্টা পর্যন্ত চলবে। টাইপ-সি চার্জিং ব্যবস্থা থাকায় এর চার্জও হবে দ্রুত। ব্লুটুথ ৫ দশমিক ২ ভার্সনের এই পণ্যটি দুটি রঙে পাওয়া যাচ্ছে। ক্রেতারা এটি ৪ হাজার ৬৯৯ টাকায় কিনতে পারবেন।
ডিজোর পণ্য এখন দেশের বাজারে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ