নিজস্ব প্রতিবেদক : ডজেলের দাম বৃদ্ধির জেরে গণপরিবহনের ভাড়া বেড়ে যাওয়া এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিকে যৌক্তিক বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধি পুরোটাই যৌক্তিক। যখন দাম কমে আমরা দাম কমাই, যখন দাম বাড়ে বাড়াই। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত জানানোর সময় গতকাল বুধবার জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধি পুরোটাই যৌক্তিক। সরকার টাকা পাবে কোত্থেকে? রাজস্ব অর্জন করেই সরকারকে কাজ করতে হচ্ছে। তারপরও সরকার যতটুকু সম্ভব এটা সামঞ্জস্য করে দেয়। তেলের দাম কি আমরা বাড়িয়েছি? আমাদের সরকার বাড়িয়ে দিয়েছে?’
‘কোনো জাহাজে করোনা আক্রান্ত কাউকে পাওয়া গেলে সেই জাহাজ কোয়ারেনটাইনে নিয়ে যাওয়া হয়। জাহাজ চলতে না পেরে মাসের পর মাস সাগরে আটকে থাকলে ওসই চার্জ শিপিং কোম্পানিকে করা হয়। চার্জগুলো সব একত্র হয়ে পুরো চার্জটা আমরা পাই।’
জ্বালানির মূল্যবৃদ্ধি করে মানুষের জীবনযাত্রার ওপর চাপ না ফেলে আর কোনো বিকল্প ছিল কি-না প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এটা স্বীকার করি। যখন দাম কমে আমরা দাম কমাই, যখন দাম বাড়ে বাড়াই। আগামী মিটিংয়ে আপনাদের জানাব গত দুই বছর কি পরিমাণ ডিজেলের দাম বেড়েছে আর আমরা কতটা বাড়িয়েছি। আপনারা তাহলে বুঝতে পারবেন সরকার কতটা বহন করতে পারে। এর সঙ্গে ভোক্তাদেরও কিছুটা বহন করতে হবে।’
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি ৪৩ হাজার কোটি টাকা লাভ করলেও জ্বালানির দাম না কমানোর বিষয়ে সাংবাদিকের প্রশ্নে মুস্তফা কামাল বলেন, ‘সেফটিনেট প্রকল্পগুলো আছে, সরকার টাকা প্রিন্ট করে এগুলো চালাচ্ছে না। সরকারকে টাকা আয় করে চালাতে হয়। এগুলো তো শেয়ার করতে হয়। তারপরও সরকার যতটুকু পারে শেয়ারিং করে। সামান্য যেটা না হলে নয়, সেটা ভোক্তাদের ওপর দেয়।’
গণপরিবহনের বর্ধিত ভাড়া পুনর্বিবেচনার সুযোগ আছে কি-না প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমাকে আগে দাম বৃদ্ধির কারণ জানতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। ভিত্তি ছাড়া দাম বাড়ানো হলে সেটা বিবেচনা করার অবশ্যই সুযোগ রয়েছে।’
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম যখন কম ছিল তখন ভোক্তারা বেনিফিট পেয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এখন দাম বেড়েছে, আমরা উৎপাদনকারী নই, আমরা ভোক্তা। আমরা গ্রহণ করি, আমাদের এখানে হাত দেওয়া সম্ভব নয়। তারপরও চেষ্টা করব যে পরিমাণ বাড়বে সে পরিমাণ যেন আমাদের ভোক্তারা সহ্য করতে পারে। সরকার সেদিকে অবশ্যই খেয়াল রাখবে।’
ডিজেল, নিত্যপণ্যের দাম বৃদ্ধি যৌক্তিক মনে করছেন অর্থমন্ত্রী
ট্যাগস :
ডিজেল
জনপ্রিয় সংবাদ
























