ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

ডিজিটাল সেট-টপ বক্স সংযোগের জন্য সময় চান ফিড মালিকরা

  • আপডেট সময় : ১২:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ১৪৭ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ক্যাবল টিভি দেখতে সেট-টপ বক্স বাস্তবায়ন করতে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সময় বেঁধে দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে ফিড (সিএ টিডি) অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটি থেকে ডিজিটাল সেট-টপ বক্স সংযোগ বাস্তবায়নের জন্য আরও কিছু সময় চাওয়া হয়।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হক হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এসময় সংগঠনের সদস্যরা আরও দাবি করেন— ক্যাবল অপারেটর এবং ফিড অপারেটর খাতকে ‘প্রযুক্তিভিত্তিক শিল্প’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। ফিড নেটওয়ার্ক ডিজিটাল করার জন্য ফাইবার অপটিক্স অবকাঠামো স্থাপনের জন্য এবং ডিজিটাল সেট-টপ বক্সের জন্য ফিড অপারেটরদের ব্যাংক ও প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা সরকারকে করতে হবে।
লিখিত বক্তব্যে ইঞ্জিনিয়ার ফারুখ আমজাদ খান বলেন, আমরা ফিড অপারেটররা দীর্ঘদিন এ খাতকে পরিশ্রমের মাধ্যমে এ পর্যায়ে নিয়ে এসেছি এবং জনসাধারণকে বিনোদন দিয়ে আসছি। কিন্তু পরিতাপের বিষয় হলো আমাদের কোনও সংগঠন না থাকার কারণে ক্যাবল অপারেটরদের সংগঠন ‘ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) পরিকল্পনা প্রণয়নে সরকারকে এক তরফা পরামর্শ প্রদান করে। ফলে আমাদের বিষয়টি বিবেচনায় আসে না। ফিড অপারেটরা ক্যাবল অপারেটদের দ্বারা বিভিন্নভাবে শোষিত ও তাচ্ছিল্যের শিকার হচ্ছেন দাবি করে তিনি আরও বলেন, ভবিষ্যতে সকল সরকারি সিদ্ধান্ত গ্রহণে কোয়াবের পাশাপাশি আমাদেরও সামিল করার আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ। প্রসঙ্গত, সেট-টপ বক্স হলো এমন এক রিসিভার যা ক্যাবল টিভির গ্রাহক প্রান্তে থাকে। এই রিসিভার অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে রূপান্তর করে। এতে গ্রাহক ঝকঝকে ছবি ও ভালোমানের শব্দ উপভোগ করতে পারেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ডিজিটাল সেট-টপ বক্স সংযোগের জন্য সময় চান ফিড মালিকরা

আপডেট সময় : ১২:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১

প্রযুক্তি ডেস্ক : ক্যাবল টিভি দেখতে সেট-টপ বক্স বাস্তবায়ন করতে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সময় বেঁধে দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে ফিড (সিএ টিডি) অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটি থেকে ডিজিটাল সেট-টপ বক্স সংযোগ বাস্তবায়নের জন্য আরও কিছু সময় চাওয়া হয়।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হক হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এসময় সংগঠনের সদস্যরা আরও দাবি করেন— ক্যাবল অপারেটর এবং ফিড অপারেটর খাতকে ‘প্রযুক্তিভিত্তিক শিল্প’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। ফিড নেটওয়ার্ক ডিজিটাল করার জন্য ফাইবার অপটিক্স অবকাঠামো স্থাপনের জন্য এবং ডিজিটাল সেট-টপ বক্সের জন্য ফিড অপারেটরদের ব্যাংক ও প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা সরকারকে করতে হবে।
লিখিত বক্তব্যে ইঞ্জিনিয়ার ফারুখ আমজাদ খান বলেন, আমরা ফিড অপারেটররা দীর্ঘদিন এ খাতকে পরিশ্রমের মাধ্যমে এ পর্যায়ে নিয়ে এসেছি এবং জনসাধারণকে বিনোদন দিয়ে আসছি। কিন্তু পরিতাপের বিষয় হলো আমাদের কোনও সংগঠন না থাকার কারণে ক্যাবল অপারেটরদের সংগঠন ‘ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) পরিকল্পনা প্রণয়নে সরকারকে এক তরফা পরামর্শ প্রদান করে। ফলে আমাদের বিষয়টি বিবেচনায় আসে না। ফিড অপারেটরা ক্যাবল অপারেটদের দ্বারা বিভিন্নভাবে শোষিত ও তাচ্ছিল্যের শিকার হচ্ছেন দাবি করে তিনি আরও বলেন, ভবিষ্যতে সকল সরকারি সিদ্ধান্ত গ্রহণে কোয়াবের পাশাপাশি আমাদেরও সামিল করার আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ। প্রসঙ্গত, সেট-টপ বক্স হলো এমন এক রিসিভার যা ক্যাবল টিভির গ্রাহক প্রান্তে থাকে। এই রিসিভার অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে রূপান্তর করে। এতে গ্রাহক ঝকঝকে ছবি ও ভালোমানের শব্দ উপভোগ করতে পারেন।