ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ডিজিটাল বাংলাদেশ গড়েছেন সজিব ওয়াজেদ জয়: মোস্তাফা জব্বার

  • আপডেট সময় : ১০:৩৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : বর্তমানে আমরা যে ডিজিটাল বাংলাদেশে বাস করছি তা গড়ার পেছনে একমাত্র হাত রয়েছে সজিব ওয়াজেদ জয়ের। তার কল্যাণেই আজ ডিজিটাল বাংলাদেশ সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
গত রোববার রাতে রাজধানীর হোটেল রেডিসনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশে : আইসিটি শিল্পের ভূমিকা’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের কথা আমরা ২০০৮ সালে প্রধানমন্ত্রীর কাছে শুনেছিলাম। আর বর্তমানে আমরা এতে বাস করছি। ডিজিটাল বাংলাদেশ গড়তে সজিব ওয়াজেদ জয় নির্দেশনা দিয়েছেন। উনার নির্দেশনা অনুযায়ী আজ ডিজিটাল বাংলাদেশ গঠিত হয়েছে।’
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বিশ্ব দরবারে আমরা যে ২০২২ সালে এসে বলছি ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়েছি তা একমাত্র সম্ভব হয়েছে সজিব ওয়াজেদ জয়ের কারণে। সে না থাকলে আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করতে পারতাম না। প্রধানমন্ত্রী মা হিসেবে সাপোর্ট দিয়ে গেছে আর সে তা বাস্তবায়ন করেছে। মোস্তাফা জব্বার বলেন, আজ আমরা বিদেশি সফটওয়্যার বাদ দিয়ে আমাদের দেশের বিভিন্ন ব্যাংকে নিজেদের সফটওয়্যার ব্যবহার করছি। বর্তমানে বাংলাদেশ ৮০টিরও বেশি দেশে সফটওয়ার রপ্তানি করছে। এর সবকিছুই সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশ রুপান্তর হওয়ার কারণে। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে আরো এগিয়ে যাবে। বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, একসময় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হত। প্রধানমন্ত্রী তার পিতার স্বপ্ন বাস্তবায়নে ইশতেহার করে ২০২১ সালে সারাদেশে বিদ্যুৎ নিশ্চিত করেছেন। বর্তমানে দেশে শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে তার কল্যাণেই। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে শতভাগ বিদ্যুতায়নের ভূমিকা ছিল অপরিসীম।
বিপু বলেন, এখানে যারা আছে তারা সবাই উদ্যোক্তা। তারা সবাই ব্যবসা করতে চাচ্ছে। সরকারের উচিত হবে তাদের বড় আকারে সহযোগিতা করা। বাজেটে বরাদ্দের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাজেটের আগের দিন আমি আর পলক বলছিলাম প্রথমে সবচাইতে বেশি বরাদ্দ হওয়া উচিত প্রথম কৃষিতে, দ্বিতীয় শিক্ষায় আর তৃতীয় টেকনোলজিতে। আশ্চর্যজনকভাবে আমরা যা ভাবলাম তাই ঘোষণা আসলো বাজেটে। প্রধানমন্ত্রী তা-ই করলেন। প্রধানমন্ত্রী বললেন টেকনোলজিই হচ্ছে ভবিষ্যৎ উন্নতির প্রথম ধাপ। তাই আমাদের সবার ডিজিটালাইজেশনের ব্যাপারে আরো বেশি সোচ্চার হতে হবে। অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বেসিসসহ সংগঠনটির সদস্য প্রতিষ্ঠানগুলো যে অগ্রণী ভূমিকা রেখেছে সেইসব সাফল্যের গল্পগুলো তুলে ধরা হয়। ই-গভর্নেন্স খাত নিয়ে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরী হিমিকা, স্টার্টআপ খাত নিয়ে বেসিসের সহ-সভাপতি (অর্থ) ফাহিম আহমেদ, আন্তর্জাতিক বাজার নিয়ে বেসিসের উপদেষ্টা ও অ্যাডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, ই-কমার্স খাত বিষয়ে চালডাল ডটকমের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলিম, ফ্রন্টিয়ার টেকনোলজিস নিয়ে বেসিসের ফোর আইআর স্থায়ী কমিটির চেয়ারম্যান নাহিদ হাসান এবং কনট্যাক্ট সেন্টার ও বিপিও খাত নিয়ে বাক্কোর সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ এসব গল্প তুলে ধরেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এবার ‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচি ঘোষণা করলেন কারিগরির শিক্ষার্থীরা

ডিজিটাল বাংলাদেশ গড়েছেন সজিব ওয়াজেদ জয়: মোস্তাফা জব্বার

আপডেট সময় : ১০:৩৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২

প্রযুক্তি ডেস্ক : বর্তমানে আমরা যে ডিজিটাল বাংলাদেশে বাস করছি তা গড়ার পেছনে একমাত্র হাত রয়েছে সজিব ওয়াজেদ জয়ের। তার কল্যাণেই আজ ডিজিটাল বাংলাদেশ সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
গত রোববার রাতে রাজধানীর হোটেল রেডিসনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশে : আইসিটি শিল্পের ভূমিকা’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের কথা আমরা ২০০৮ সালে প্রধানমন্ত্রীর কাছে শুনেছিলাম। আর বর্তমানে আমরা এতে বাস করছি। ডিজিটাল বাংলাদেশ গড়তে সজিব ওয়াজেদ জয় নির্দেশনা দিয়েছেন। উনার নির্দেশনা অনুযায়ী আজ ডিজিটাল বাংলাদেশ গঠিত হয়েছে।’
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বিশ্ব দরবারে আমরা যে ২০২২ সালে এসে বলছি ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়েছি তা একমাত্র সম্ভব হয়েছে সজিব ওয়াজেদ জয়ের কারণে। সে না থাকলে আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করতে পারতাম না। প্রধানমন্ত্রী মা হিসেবে সাপোর্ট দিয়ে গেছে আর সে তা বাস্তবায়ন করেছে। মোস্তাফা জব্বার বলেন, আজ আমরা বিদেশি সফটওয়্যার বাদ দিয়ে আমাদের দেশের বিভিন্ন ব্যাংকে নিজেদের সফটওয়্যার ব্যবহার করছি। বর্তমানে বাংলাদেশ ৮০টিরও বেশি দেশে সফটওয়ার রপ্তানি করছে। এর সবকিছুই সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশ রুপান্তর হওয়ার কারণে। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে আরো এগিয়ে যাবে। বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, একসময় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হত। প্রধানমন্ত্রী তার পিতার স্বপ্ন বাস্তবায়নে ইশতেহার করে ২০২১ সালে সারাদেশে বিদ্যুৎ নিশ্চিত করেছেন। বর্তমানে দেশে শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে তার কল্যাণেই। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে শতভাগ বিদ্যুতায়নের ভূমিকা ছিল অপরিসীম।
বিপু বলেন, এখানে যারা আছে তারা সবাই উদ্যোক্তা। তারা সবাই ব্যবসা করতে চাচ্ছে। সরকারের উচিত হবে তাদের বড় আকারে সহযোগিতা করা। বাজেটে বরাদ্দের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাজেটের আগের দিন আমি আর পলক বলছিলাম প্রথমে সবচাইতে বেশি বরাদ্দ হওয়া উচিত প্রথম কৃষিতে, দ্বিতীয় শিক্ষায় আর তৃতীয় টেকনোলজিতে। আশ্চর্যজনকভাবে আমরা যা ভাবলাম তাই ঘোষণা আসলো বাজেটে। প্রধানমন্ত্রী তা-ই করলেন। প্রধানমন্ত্রী বললেন টেকনোলজিই হচ্ছে ভবিষ্যৎ উন্নতির প্রথম ধাপ। তাই আমাদের সবার ডিজিটালাইজেশনের ব্যাপারে আরো বেশি সোচ্চার হতে হবে। অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বেসিসসহ সংগঠনটির সদস্য প্রতিষ্ঠানগুলো যে অগ্রণী ভূমিকা রেখেছে সেইসব সাফল্যের গল্পগুলো তুলে ধরা হয়। ই-গভর্নেন্স খাত নিয়ে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরী হিমিকা, স্টার্টআপ খাত নিয়ে বেসিসের সহ-সভাপতি (অর্থ) ফাহিম আহমেদ, আন্তর্জাতিক বাজার নিয়ে বেসিসের উপদেষ্টা ও অ্যাডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, ই-কমার্স খাত বিষয়ে চালডাল ডটকমের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলিম, ফ্রন্টিয়ার টেকনোলজিস নিয়ে বেসিসের ফোর আইআর স্থায়ী কমিটির চেয়ারম্যান নাহিদ হাসান এবং কনট্যাক্ট সেন্টার ও বিপিও খাত নিয়ে বাক্কোর সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ এসব গল্প তুলে ধরেন।