ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

ডিজিটাল প্ল্যাটফর্মে কারিনা

  • আপডেট সময় : ১০:২০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছে। বলিউডের অনেক তারকা অভিনয়শিল্পী এই মাধ্যমে পা রেখেছেন। এবার ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের। নেটফ্লিক্সের মাধ্যমে তার এই নতুন জার্নি শুরু হতে যাচ্ছে।
গতকাল বুধবার নেটফ্লিক্স এক টুইটে লিখেন—‘নেটফ্লিক্সের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কারিনা কাপুর খান। থ্রিলার ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করবেন জয়দীপ, বিজয় ভার্মা। এটি পরিচালনা করবেন সুজয় ঘোষ।’
পরিচালনার পাশাপাশি সিনেমাটির অন্যতম প্রযোজক সুজয় ঘোষ। এক বিবৃতিতে এই নির্মাতা বলেন—‘এ পর্যন্ত আমার পড়া গল্পের মধ্যে ‘ডেভোশন’ সেরা ভালোবাসার গল্প। এটিকে সিনেমায় রূপান্তরের সুযোগ পাওয়াকে সম্মানের মনে করছি। পাশাপাশি কারিনা কাপুর খান, জয়দীপ ও বিজয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।’
ওটিটিতে অভিষেক নিয়ে দারুণ খুশি কারিনা কাপুর খান। বিশেষ করে নাম ঠিক না হওয়া এ সিনেমা নিয়ে ভীষণ আনন্দিত তিনি। এ অভিনেত্রী বলেন—‘আমি এই কাজ নিয়ে খুবই উচ্ছ্বসিত, বলতে পারেন শুটিং শুরুর জন্য তর সইছে না। এটি এমন একটি প্রজেক্ট যাতে সব উপাদান ঠিকঠাক মতো রয়েছে। ভালো গল্প, ভালো পরিচালক ও খুব মেধাবী অভিনয়শিল্পী-ক্রু রয়েছেন। সুজয় ঘোষ, জয়দীপ ও বিজয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’
তবে কবে নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে তা জানা যায়নি। এটি প্রযোজনা করছে—১২তম স্ট্রিট এন্টারটেইনমেন্ট, নর্দান লাইটস ফিল্মস, ক্রস পিকচার্স।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে কোনোদিনই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না: মির্জা ফখরুল

ডিজিটাল প্ল্যাটফর্মে কারিনা

আপডেট সময় : ১০:২০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২

বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছে। বলিউডের অনেক তারকা অভিনয়শিল্পী এই মাধ্যমে পা রেখেছেন। এবার ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের। নেটফ্লিক্সের মাধ্যমে তার এই নতুন জার্নি শুরু হতে যাচ্ছে।
গতকাল বুধবার নেটফ্লিক্স এক টুইটে লিখেন—‘নেটফ্লিক্সের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কারিনা কাপুর খান। থ্রিলার ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করবেন জয়দীপ, বিজয় ভার্মা। এটি পরিচালনা করবেন সুজয় ঘোষ।’
পরিচালনার পাশাপাশি সিনেমাটির অন্যতম প্রযোজক সুজয় ঘোষ। এক বিবৃতিতে এই নির্মাতা বলেন—‘এ পর্যন্ত আমার পড়া গল্পের মধ্যে ‘ডেভোশন’ সেরা ভালোবাসার গল্প। এটিকে সিনেমায় রূপান্তরের সুযোগ পাওয়াকে সম্মানের মনে করছি। পাশাপাশি কারিনা কাপুর খান, জয়দীপ ও বিজয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।’
ওটিটিতে অভিষেক নিয়ে দারুণ খুশি কারিনা কাপুর খান। বিশেষ করে নাম ঠিক না হওয়া এ সিনেমা নিয়ে ভীষণ আনন্দিত তিনি। এ অভিনেত্রী বলেন—‘আমি এই কাজ নিয়ে খুবই উচ্ছ্বসিত, বলতে পারেন শুটিং শুরুর জন্য তর সইছে না। এটি এমন একটি প্রজেক্ট যাতে সব উপাদান ঠিকঠাক মতো রয়েছে। ভালো গল্প, ভালো পরিচালক ও খুব মেধাবী অভিনয়শিল্পী-ক্রু রয়েছেন। সুজয় ঘোষ, জয়দীপ ও বিজয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’
তবে কবে নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে তা জানা যায়নি। এটি প্রযোজনা করছে—১২তম স্ট্রিট এন্টারটেইনমেন্ট, নর্দান লাইটস ফিল্মস, ক্রস পিকচার্স।