ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ডিজিটাল নিরাপত্তায় সহযোগিতা দিতে আগ্রহী ফিনল্যান্ড

  • আপডেট সময় : ১১:১৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে ডিজিটাল সংযুক্তি, ফাইভ-জি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে ফিনল্যান্ড। বুধবার (২২ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের দফতরে সৌজন্য সাক্ষাৎকালে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিতভা কাউককু রুনদি এ আগ্রহের কথা ব্যক্ত করেন। বৈঠকে উভয়পক্ষ ডিজিটাল সংযুক্তি, ফাইভ-জি এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়াদি ছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশ ও ফিনল্যান্ড বন্ধু প্রতীম দুটি দেশের বিদ্যমান সম্পর্কের উল্লেখ করে বলেন, ফিনল্যান্ড বাংলাদেশের পরীক্ষিত এক বন্ধু দেশ। তিনি ফিনল্যান্ডের রাষ্ট্রদূতকে গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সফলতার ধারাবাহিকতায় বাংলাদেশের স্থিতিশীল আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে জানান।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ২০৩০ সালে দেশে ইন্টারনেট ব্যান্ডউইথের চাহিদা দাঁড়াবে ৩০ হাজার জিবিপিএস। বর্তমানে দেশের চাহিদা মেটানোর পর ভারতের ত্রিপুরায় ব্যান্ডউইথ রফতানি হচ্ছে। সৌদি আরব, ফ্রান্স এবং মালয়েশিয়াতে ব্যান্ডউথ রপ্তানির বিষয়টিও এ সময় মন্ত্রী উল্লেখ করেন। ভারতের আসাম ও মেঘালয় এবং ভূটানও ব্যান্ডউইথ নিতে আগ্রহ প্রকাশ করেছে। আগামী দিনের বর্ধিত চাহিদা মেটাতে তৃতীয় সাবমেরিন সংযুক্ত হওয়ার কাজ চলছে বৈঠকে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশের ডিজিটাল সংযুক্তিসহ ডিজিটাল অবকাঠামো খাতে অর্জিত সফলতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশ কীভাবে ডিজিটাইজ কর্মসূচি সফল করেছে এ বিষয়ে ফিনল্যান্ড অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করছে বলে উল্লেখ করেন। বাংলাদেশের ডিজিটাল কর্মসূচি বিশ্বব্যাপী অনুকরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। রাষ্ট্রদূত রিভা কাউককু বাংলাদেশের সঙ্গে ফিনিশ মাল্টিমিডিয়া টেলিকমিউনিকেশন কোম্পানি নকিয়ার মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ প্রকাশ করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

ডিজিটাল নিরাপত্তায় সহযোগিতা দিতে আগ্রহী ফিনল্যান্ড

আপডেট সময় : ১১:১৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে ডিজিটাল সংযুক্তি, ফাইভ-জি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে ফিনল্যান্ড। বুধবার (২২ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের দফতরে সৌজন্য সাক্ষাৎকালে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিতভা কাউককু রুনদি এ আগ্রহের কথা ব্যক্ত করেন। বৈঠকে উভয়পক্ষ ডিজিটাল সংযুক্তি, ফাইভ-জি এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়াদি ছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশ ও ফিনল্যান্ড বন্ধু প্রতীম দুটি দেশের বিদ্যমান সম্পর্কের উল্লেখ করে বলেন, ফিনল্যান্ড বাংলাদেশের পরীক্ষিত এক বন্ধু দেশ। তিনি ফিনল্যান্ডের রাষ্ট্রদূতকে গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সফলতার ধারাবাহিকতায় বাংলাদেশের স্থিতিশীল আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে জানান।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ২০৩০ সালে দেশে ইন্টারনেট ব্যান্ডউইথের চাহিদা দাঁড়াবে ৩০ হাজার জিবিপিএস। বর্তমানে দেশের চাহিদা মেটানোর পর ভারতের ত্রিপুরায় ব্যান্ডউইথ রফতানি হচ্ছে। সৌদি আরব, ফ্রান্স এবং মালয়েশিয়াতে ব্যান্ডউথ রপ্তানির বিষয়টিও এ সময় মন্ত্রী উল্লেখ করেন। ভারতের আসাম ও মেঘালয় এবং ভূটানও ব্যান্ডউইথ নিতে আগ্রহ প্রকাশ করেছে। আগামী দিনের বর্ধিত চাহিদা মেটাতে তৃতীয় সাবমেরিন সংযুক্ত হওয়ার কাজ চলছে বৈঠকে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশের ডিজিটাল সংযুক্তিসহ ডিজিটাল অবকাঠামো খাতে অর্জিত সফলতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশ কীভাবে ডিজিটাইজ কর্মসূচি সফল করেছে এ বিষয়ে ফিনল্যান্ড অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করছে বলে উল্লেখ করেন। বাংলাদেশের ডিজিটাল কর্মসূচি বিশ্বব্যাপী অনুকরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। রাষ্ট্রদূত রিভা কাউককু বাংলাদেশের সঙ্গে ফিনিশ মাল্টিমিডিয়া টেলিকমিউনিকেশন কোম্পানি নকিয়ার মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ প্রকাশ করেন।