ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করলেন এমপি মাশরাফি

  • আপডেট সময় : ১০:৪০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি : প্রযুক্তিনির্ভর জীবনযাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ শুরু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজা।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরও সহজ, সমৃদ্ধ ও স্মার্ট করে গড়ে তুলতে এবং সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে এ মেলার আয়োজন। ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তিদক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সঙ্গে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছে সরকার।’
উদ্ভাবন, ‘ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা’ এবং ‘শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান’– এ দুটি প্যাভিলিয়নের মাধ্যমে ২০টি স্টলে মেলা প্রদর্শিত হচ্ছে। আগামীকাল সোমবার সন্ধ্যায় মেলাটি শেষ হবে।
এর আগে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করলেন এমপি মাশরাফি

আপডেট সময় : ১০:৪০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

নড়াইল প্রতিনিধি : প্রযুক্তিনির্ভর জীবনযাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ শুরু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজা।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরও সহজ, সমৃদ্ধ ও স্মার্ট করে গড়ে তুলতে এবং সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে এ মেলার আয়োজন। ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তিদক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সঙ্গে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছে সরকার।’
উদ্ভাবন, ‘ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা’ এবং ‘শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান’– এ দুটি প্যাভিলিয়নের মাধ্যমে ২০টি স্টলে মেলা প্রদর্শিত হচ্ছে। আগামীকাল সোমবার সন্ধ্যায় মেলাটি শেষ হবে।
এর আগে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেন।