ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

ডিগ্রিধারী অনেক, সংকট যোগ্য লোকের: সালমান এফ রহমান

  • আপডেট সময় : ০২:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীদের চাকরির অভাব থাকলেও দেশের বিভিন্ন খাতে যোগ্য লোকের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
গতকাল মঙ্গলবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমার অভিজ্ঞতা বলে, বাংলাদেশে কোনো বেকারত্ব নেই। বরং কর্মসংস্থানের সুযোগ আছে।
“বস্ত্র খাত লোক পাচ্ছে না। ওষুধ খাত লোক পাচ্ছে না। কৃষি খাত লোক পাচ্ছে না। দেশে অনেক ধরনের সুযোগ তৈরি হচ্ছে। মানুষ পণ্য খাত থেকে সেবা খাতে চলে যাচ্ছে। আইটি খাতে চলে যাচ্ছে।”
অবশ্য উচ্চশিক্ষা গ্রহণকারীরা যে বেকার সমস্যায় আছে তাও স্বীকার করেন তিনি। তার কথায়, “বেকারত্ব আছে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের, এটা তাদের সমস্যা। তারা এই ডিগ্রি নেওয়ার আগে কি ক্যারিয়ার প্ল্যানিং করেছিল?”
এ সমস্যা সমাধানের পথ বাতলে দিয়ে বেক্সিমকো গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান সালমান বলেন, “আমাদের বেশি বেশি কারিগরি শিক্ষা দিতে হবে। ৃকারিগরি শিক্ষা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এই সমস্যা সমাধানে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার।”
ব্যবসায়ীদের উন্নত কর্মপরিবেশ তৈরি এবং নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশে যে কোনো খাতে ব্যবসা করতে গেলে অবশ্যই নিয়ম-কানুনগুলো মেনে চলতে হবে। আপনি যদি কমপ্লায়েন্ট না হন, তাহলে আপনি বাংলাদেশে ব্যবসা করতে পারবেন না।
“সময় আসছে, যখন বাংলাদেশের মানুষ পণ্য কেনার সময় দেখে কিনবে যে কোন কোম্পানি ভালোভাবে আইন কানুন মানছে।”
কর্মক্ষেত্রকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করার মাধ্যমে কর্মক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে এ কর্মশালার আয়োজন করে এফবিসিসিআই ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এফবিসিসিআই অডিটোরিয়ামে এ কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহসান-ই-ইলাহী বলেন, “কর্মক্ষেত্রকে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত করলে পণ্যের মান বেড়ে যাবে, কর্মচারীদের উৎপাদনশীলতা বেড়ে যাবে। খরচ কমবে, মুনাফা বাড়বে।”

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে গণঅভ্যুত্থানের সূচনা

ডিগ্রিধারী অনেক, সংকট যোগ্য লোকের: সালমান এফ রহমান

আপডেট সময় : ০২:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীদের চাকরির অভাব থাকলেও দেশের বিভিন্ন খাতে যোগ্য লোকের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
গতকাল মঙ্গলবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমার অভিজ্ঞতা বলে, বাংলাদেশে কোনো বেকারত্ব নেই। বরং কর্মসংস্থানের সুযোগ আছে।
“বস্ত্র খাত লোক পাচ্ছে না। ওষুধ খাত লোক পাচ্ছে না। কৃষি খাত লোক পাচ্ছে না। দেশে অনেক ধরনের সুযোগ তৈরি হচ্ছে। মানুষ পণ্য খাত থেকে সেবা খাতে চলে যাচ্ছে। আইটি খাতে চলে যাচ্ছে।”
অবশ্য উচ্চশিক্ষা গ্রহণকারীরা যে বেকার সমস্যায় আছে তাও স্বীকার করেন তিনি। তার কথায়, “বেকারত্ব আছে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের, এটা তাদের সমস্যা। তারা এই ডিগ্রি নেওয়ার আগে কি ক্যারিয়ার প্ল্যানিং করেছিল?”
এ সমস্যা সমাধানের পথ বাতলে দিয়ে বেক্সিমকো গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান সালমান বলেন, “আমাদের বেশি বেশি কারিগরি শিক্ষা দিতে হবে। ৃকারিগরি শিক্ষা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এই সমস্যা সমাধানে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার।”
ব্যবসায়ীদের উন্নত কর্মপরিবেশ তৈরি এবং নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশে যে কোনো খাতে ব্যবসা করতে গেলে অবশ্যই নিয়ম-কানুনগুলো মেনে চলতে হবে। আপনি যদি কমপ্লায়েন্ট না হন, তাহলে আপনি বাংলাদেশে ব্যবসা করতে পারবেন না।
“সময় আসছে, যখন বাংলাদেশের মানুষ পণ্য কেনার সময় দেখে কিনবে যে কোন কোম্পানি ভালোভাবে আইন কানুন মানছে।”
কর্মক্ষেত্রকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করার মাধ্যমে কর্মক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে এ কর্মশালার আয়োজন করে এফবিসিসিআই ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এফবিসিসিআই অডিটোরিয়ামে এ কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহসান-ই-ইলাহী বলেন, “কর্মক্ষেত্রকে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত করলে পণ্যের মান বেড়ে যাবে, কর্মচারীদের উৎপাদনশীলতা বেড়ে যাবে। খরচ কমবে, মুনাফা বাড়বে।”