ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

ডিএসইতে লেনদেন ৫০০ কোটির নিচে

  • আপডেট সময় : ০২:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বেশির ভাগ শেয়ারের দাম কমে যাওয়ায় দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে গতকাল বুধবার লেনদেনও নেমেছে ৫০০ কোটি টাকার নিচে। সপ্তাহের চতুর্থ দিন বুধবার অনেক শেয়ারই সার্কিট ব্রেকারের সর্বনি¤œ দরে কেনাবেচা হতে দেখা গেছে। এ দরেও ক্রেতার সংখ্যা ছিল অনেক কম। এমন প্রবণতায় দিন শেষে দর কমেছে প্রায় তিনশ শেয়ারের। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতো সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। তবে সিএসইতে লেনদেন কিছুটা বেড়েছে। দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ দশমিক ৮২ পয়েন্ট কমে ৬ হাজার ৬৬২ দশমিক ৪৮ পয়েন্টে নেমেছে। ঢাকার বাজারে এদিন ৪৯০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৮২ শতাংশ কম। মঙ্গলবার ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল। লেনদেনের এ পরিমাণ গত এক বছরের মধ্যে কম। এর আগে এর চেয়ে কম লেনদেন হয়েছে ২০২১ সালের ১১ এপ্রিল। সেদিন লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৫৫ লাখ টাকা। ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়, এর মধ্যে ৪৪টির দর বেড়েছে, ২৯৩টির কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৫৬ দশমিক ২২ পয়েন্ট হয়েছে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৫৯ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ৪৫৯ দশমিক শূন্য ৩ পয়েন্ট। এদিন সিএসইতে ২৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়। এর মধ্যে ৫৭টির দর বেড়েছে, ১৯৬টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে। বেশির ভাগ শেয়ারের দাম কমায় প্রধান সূচক সিএএসপিআই ৭৯ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমে হয়েছে ১৯ হাজার ৫৬৭ দশমিক শূন্য ১ পয়েন্ট। বুধবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৮২ দশমিক ৩৩ শতাংশ বা ১০ কোটি ১৫ লাখ টাকা বেড়ে ২২ কোটি ৪৯ লাখ টাকা হয়েছে। আগের দিন যা ছিল ১২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসইতে লেনদেন ৫০০ কোটির নিচে

আপডেট সময় : ০২:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : বেশির ভাগ শেয়ারের দাম কমে যাওয়ায় দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে গতকাল বুধবার লেনদেনও নেমেছে ৫০০ কোটি টাকার নিচে। সপ্তাহের চতুর্থ দিন বুধবার অনেক শেয়ারই সার্কিট ব্রেকারের সর্বনি¤œ দরে কেনাবেচা হতে দেখা গেছে। এ দরেও ক্রেতার সংখ্যা ছিল অনেক কম। এমন প্রবণতায় দিন শেষে দর কমেছে প্রায় তিনশ শেয়ারের। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতো সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। তবে সিএসইতে লেনদেন কিছুটা বেড়েছে। দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ দশমিক ৮২ পয়েন্ট কমে ৬ হাজার ৬৬২ দশমিক ৪৮ পয়েন্টে নেমেছে। ঢাকার বাজারে এদিন ৪৯০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৮২ শতাংশ কম। মঙ্গলবার ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল। লেনদেনের এ পরিমাণ গত এক বছরের মধ্যে কম। এর আগে এর চেয়ে কম লেনদেন হয়েছে ২০২১ সালের ১১ এপ্রিল। সেদিন লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৫৫ লাখ টাকা। ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়, এর মধ্যে ৪৪টির দর বেড়েছে, ২৯৩টির কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৫৬ দশমিক ২২ পয়েন্ট হয়েছে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৫৯ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ৪৫৯ দশমিক শূন্য ৩ পয়েন্ট। এদিন সিএসইতে ২৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়। এর মধ্যে ৫৭টির দর বেড়েছে, ১৯৬টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে। বেশির ভাগ শেয়ারের দাম কমায় প্রধান সূচক সিএএসপিআই ৭৯ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমে হয়েছে ১৯ হাজার ৫৬৭ দশমিক শূন্য ১ পয়েন্ট। বুধবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৮২ দশমিক ৩৩ শতাংশ বা ১০ কোটি ১৫ লাখ টাকা বেড়ে ২২ কোটি ৪৯ লাখ টাকা হয়েছে। আগের দিন যা ছিল ১২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার।