পুঁজিবাজার ডেস্ক ঃ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। পাশাপাশি দাম কমার পরিবর্তে লেনদেন হওয়া কোম্পানির দাম বেড়েছে। এতে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর বিনিয়োগকারীদের বাজার মূলধন (পুঁজি) বেড়েছে ৮৮৮ কোটি ৫১ লাখ ৬ হাজার ৪২৪ টাকা। এর আগের দুই সপ্তাহে মূলধন কমেছিল ৪ হাজার ৮২২ কোটি টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে। ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিল ৭ লাখ ৬২ হাজার ২২৬ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ১৪৮ টাকায়। আর শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ১১৫ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৫৭২ টাকা। অর্থাৎ টাকার অংকে পুঁজি বেড়েছে ৮৮৮ কোটি ৫১ লাখ টাকা। সপ্তাহে (২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ) মোট ৫ কর্মদিবসে লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইতে মোট ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১১টির, আর অপরিবর্তিত ছিল ২০৫টির। তার আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ১৫টির, কমেছিল ১৫৩টির, আর অপরিবর্তিত ছিল ১৮২টি কোম্পানির শেয়ারের দাম। দাম কমার তুলনায় অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ৫ পয়েন্ট কমে দুই হাজার ২১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭৯৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ২৮২ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯২ কোটি ৫১ লাখ ২০ হাজার ৩০৫ টাকা। অর্থাৎ ৭০১ কোটি ৪২ লাখ ২১ হাজার ৯৭৭ টাকা লেনদেন বেড়েছে, শতাংশের হিসেবে ৬৪ দশমিক ২০ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডর শেয়ার। এরপর যথাক্রমে লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার, এরপর যথাক্রমে লেনদেন হয়েছে এডিএন টেলিকম, রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, শাইনপুকুর সিরামিকস, জেমিনি সি ফুড, আমরা নেটওয়ার্কস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আলহাজ টেক্সটাইল মিলস এবং ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থায় লেনদেন হয়েছে। গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ৫২ পয়েন্ট কমে ১৮ হাজার ২৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৮১৩ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৩কোটি ৩৫ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছিল ১২টির, কমেছিল ৯৪টির আর অপরিবর্তিত ছিল ১০১টি কোম্পানির শেয়ার।
ডিএসইতে পিই রেশিও অপরিবর্তিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) অপরিবর্তিত রয়েছে। আগের সপ্তাহের মত পিই রেশিও ১৪ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে। খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৭৬ পয়েন্টে, সিমেন্ট খাতে ১ হাজার ৭৩৪ পয়েন্ট, সিরামিকস খাতে ৪১.৬৪ পয়েন্ট, প্রকৌশল খাতে ৩৭.৮২ পয়েন্ট, খাদ্য খাতে ১৯.৯৯ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৯.২৩ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৫.০৬ পয়েন্ট, আইটি খাতে ৩১.১৮ পয়েন্ট, বিবিধ খাতে ২০.৬৩ পয়েন্ট, আর্থিক খাতে ৩৯.৩ পয়েন্ট,ওষুধ খাতে ১৮.১৯ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২০.৪০ পয়েন্ট, ট্যানারি খাতে ৫০.১৮ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৬.৯২ পয়েন্ট অবস্থান করছে।
লেনদেনের শীর্ষে জেনেক্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১১২ কোটি ৯৫ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ১ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৫১৩টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ৭৫ লাখ ২২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৭ কোটি ৯৫ লাখ ৫১ হাজার টাকা।
এডিএন টেলিকম লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭০ লাখ ৬৬ হাজার ৯৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯২ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, শাইনপুকুর সিরামিকস, জেমিনি সী ফুড, আমরা নেটওয়ার্কস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
লুজারের শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০.৯২ শতাংশ। তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪ কোটি ৮৫ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৭ লাখ ৩ হাজার টাকা।
ইন্টারন্যাশনাল লিজিং লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ লাখ ৪৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৯ হাজার টাকা। ইউনিয়ন ক্যাপিটাল ৯.০৯ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিং,ওরিয়ন ইনফিউশন, এমারেল্ড অয়েল, পেপার প্রসেসিং, জুট স্পিনার্স, বিডিকম অনলাইন ও বিডি ওয়েল্ডিং লিমিটেড।
ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৪.২০%
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৪.২০ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৭৯৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ২৮২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯২ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭০১ কোটি ৪২ লাখ ২১ হাজার টাকার বা ৬৪.২০ শতাংশ লেনদেন বেড়েছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৮ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে ৬ হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ০৫ পয়েন্ট কমে ২ হাজার ২১৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৪৩ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়েছে। ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১১১টির। আর ২০৫টির দাম ছিল অপরিবর্তিত।
গেইনারের শীর্ষে এডিএন টেলিকম
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৮.৫৯ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৯২ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৭ দশমিক ৪৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৩ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ লাখ ৬৫ হাজার টাকা। আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১০ দশমিক ৪৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৬ কোটি ৪৩ লাখ ৪১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আমরা টেকনোলজি, জেমিনি সী ফুড, ঢাকা ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বেঙ্গল উইন্ডসোর ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।
খাতভিত্তিক লেনদেনে সেরা আইটি খাত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে আইটি খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২১ শতাংশ অবদান রয়েছে এই খাতে। সূত্র জানায়, জীবন বীমা খাতে ১০ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। খাদ্য-ফার্মা খাতে ৯ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ভ্রমণ-অবকাশ ও সিরামিকস খাতে ৭ শতাংশ, বিবিধ, কাগজ ও প্রকৌশল খাতে ৫ শতাংশ, সেবা-আবাসন খাতে ৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ, ট্যানারি খাতে ২ শতাংশ, ব্যাংক ও পাট খাতে ১ শতাংশ লেনদেন হয়েছে।
লুজারের শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০.৯২ শতাংশ। তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪ কোটি ৮৫ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৭ লাখ ৩ হাজার টাকা।
ইন্টারন্যাশনাল লিজিং লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ লাখ ৪৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৯ হাজার টাকা। ইউনিয়ন ক্যাপিটাল ৯.০৯ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিং,ওরিয়ন ইনফিউশন, এমারেল্ড অয়েল, পেপার প্রসেসিং, জুট স্পিনার্স, বিডিকম অনলাইন ও বিডি ওয়েল্ডিং লিমিটেড। –
ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৪ শতাংশ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ